Home শীর্ষ খবর তৈমূরের পক্ষে মাঠে নামলেন আওয়ামী লীগের সাবেক এমপি

তৈমূরের পক্ষে মাঠে নামলেন আওয়ামী লীগের সাবেক এমপি

দখিনের সময় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে মাঠে নেমেছেন আওয়ামী লীগের সাবেক এমপি এস এম আকরাম। আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে বিষয়টিকে এ যাবতকালের এটি বড় চমক বলে মনে করছেন নগরবাসী।

আজ রবিবার(১৯ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামকে নিয়ে কদমরসূল দরগাহ জিয়ারত করেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তার আগমনের খবরে হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নামে কদমরসূল দরগাহ ও আশপাশের এলাকায়।

তৈমূর আলম খন্দকারসহ নেতা-কর্মীরা কদমরসূল দরগায় রক্ষিত নবী (সা.) এর কদম মোবারক খচিত পবিত্র পাথর চুম্বন করে দোয়া করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ। এদিকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী বাসায় ছিলেন। তিনি কোথায় মুভ করেননি বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১১ সালের প্রথম সিটি নির্বাচনে এস এম আকরাম জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঐ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সেলিনা হায়াত আইভী। ঐ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখেন সাবেক সংসদ সদস্য এস এম আকরাম। তিনি আইভীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। ঐ নির্বাচনে আইভীর বিজয়ের পর দল থেকে সেচ্ছায় পদত্যাগ করেন এস এম আকরাম। এরপর দীর্ঘদিন রাজনীতির আড়ালে থাকলেও বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাগরিক ঐক্য থেকে ধানের শীষের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশ নেন এস এম আকরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments