Home রাজনীতি ক্ষমতাসীনদের পালানোরও সুযোগ নেই: গয়েশ্বর

ক্ষমতাসীনদের পালানোরও সুযোগ নেই: গয়েশ্বর

দখিনের সময় ডেস্ক:

ক্ষমতাসীনদের দেশ ছেড়ে পালানোরও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার(২২ ডিসেম্বর) বগুড়ায় বিএনপির সমাবেশে এই মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র। বিএনপির এ নেতা বলেন,  দেশেই যখন থাকতে হবে, দেশের মানুষের সঙ্গে আপস করেন। তাদের কাছে ক্ষমা চান। খালেদা জিয়ার কাছে ক্ষমা চান। বিএনপির সঙ্গে ভালো ব্যবহার করেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠান। সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন। নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃসংযোজন করেন।’

সম্প্রতি প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের কানাডায় প্রবেশ করতে না পারা এবং র‌্যাব ও তার সাত কর্মকর্তার ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন,  এই সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সাতজনের নাম ঘোষণা করে তাদের ভিসা বাতিল করেছে। সরকারকে বলব, কয়েকদিন আগেও মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাকে কানাডা চালান করা হয়েছিল, কিন্তু ফেরত এসেছে। অবস্থা দেখে মনে হচ্ছে আপনাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ারও সুযোগ নেই।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গয়েশ্বর বলেন,  খালেদা জিয়ার জন্য আমরা দয়া চাচ্ছি না। চিকিৎসা তার মৌলিক অধিকার। জাতি জানতে চায় আপনি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন কিনা। যদি না পাঠান তাহলে আমরা আপনার পতনের আন্দোলন শুরু করব। সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments