Home শীর্ষ খবর একজনকে বাঁচাতে গেল ৩ জনের প্রাণ

একজনকে বাঁচাতে গেল ৩ জনের প্রাণ

দখিনের সময় ডেস্ক:

বান্দরবানে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক আহনাফ আকিব (২২) ও তার বোন মারিয়াম বিনতে আদনিনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে আহনাফ এবং এর আগে সকাল সাড়ে ৯টায় বোন আদনীনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উদ্ধার হওয়া আকিব আদনান ব্র্যাক ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ও তার বোন আদনীন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্রী। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ইছদার গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জহিরুল ইসলামের সন্তান। স্থানীয় ও নিহতের মামা শামীম আহম্মেদ জানান, নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি দল গত ২২ ডিসেম্বর সকালে বান্দরবান ভ্রমণে আসেন।

গতকাল শুক্রবার বিকেলে তারা নৌকা নিয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাদুড় ঝর্ণায় পৌঁছান। ঝর্ণা দেখার পরে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন তারা। এসময় তাদের মধ্যে একজন ডুবে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন মারিয়া ইসলম, আহনাফ ও আদনীনসহ মোট চারজন। সাঁতার না জানার কারণে তারাও ডুবে যান। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেন। যাদের মধ্যে মারিয়া ইসলামকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের খোঁজে আজ শনিবার উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা দুপুর পৌনে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গতকাল নিহত হওয়া একজনসহ আজ উদ্ধার হওয়া বাকি দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments