Home শীর্ষ খবর ওমিক্রনে কি মৃত্যুপুরী হবে ভারত?

ওমিক্রনে কি মৃত্যুপুরী হবে ভারত?

দখিনের সময় ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে ক্রমশ বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনায় ৪৯৬ রোগী শনাক্ত হয়েছে। গত ২ জুনের পর একদিনে রাজ্যটিতে করোনা শনাক্তের এই হার সর্বোচ্চ।  এছাড়া দেশটির মুম্বাইয়ে করোনায় নতুন করে এক হাজার ৩৭৭ রোগী শনাক্ত হয়েছে। শঙ্কা দেখা দিয়েছে, ওমিক্রনে কী আবার মৃত্যুপুরী হতে যাচ্ছে ভারত। খবর সূত্র: বিবিসি ও এনডিটিভি।

গতকাল দেশটির রাজধানীতে করোনায় শনাক্ত হয় ৩৩১ জন। যা দেশটিতে গত ছয় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এরমধ্যে ১৪২ জন ছিলেন ওমিক্রনে আক্রান্ত।  ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যউপাত্তে দেখা যাচ্ছে দেশটিতে গত মার্চ-এপ্রিল মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হারের চেয়ে এই সময়ে দৈনিক করোনায় সংক্রমণের হার প্রায় ২১ শতাংশ ঊর্ধমুখী। দেশটিতে দ্বিতীয় ঢেউয়ের সময়ে করোনায় দৈনিক মৃত্যু হতো গড়ে দুই হাজারের বেশি করে। তাই শঙ্কা দেখা দিয়েছে, ওমিক্রনে কী আবার মৃত্যুপুরী হতে যাচ্ছে ভারত।

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড লেসেলস বলছেন, এই ভাইরাসটির সংক্রমণের ক্ষমতা, এক মানুষ থেকে অন্য মানুষে ছড়িয়ে পড়ার ক্ষমতা -এসব আমাদের শঙ্কার মধ্যে ফেলেছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করার কিছু ক্ষমতাও সম্ভবত এর রয়েছে।

এদিকে এরই মধ্যে ভারতে করোনায় সংক্রমণের হার বাড়ায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা হতাশ যখন দেখি বাজারে ও শপিং মলে ভিড় দেখছি। এমন হলে আমাদের বাজার বন্ধ করে দিতে হবে। এমনটি আমরা কেউ চাই না। আপনি যদি নিজের খেয়াল না রাখেন, তাহলে কে রাখবে? আমরা আপনাদের অসুস্থ হতে দিতে চাই না। অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন, এসব বিধিনিষেধ আপনাদের কারণে জারি করা হয়েছে। আমি জানি আপনারা এতে সবাই বিরক্ত, কিন্ত এটি দেওয়া জরুরি কেননা এছাড়া আমাদের কোন উপায় নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments