Home শীর্ষ খবর ডিগ্রি নেই, তবু তাঁরা বিভাগীয় প্রধান

ডিগ্রি নেই, তবু তাঁরা বিভাগীয় প্রধান

দখিনের সময় ডেস্ক:

জনপ্রিয় একটি বাংলা মুভির কেন্দ্রীয় চরিত্র এ টি এম শামসুজ্জামান। তার পুন:পুন: উচ্চারন, ‘ডাক্তার কদম আলী, ডিগ্রী নাই।’  এটি সিনেমা্র চরিত্র। কিন্তু  দেশের দুই মেডিক্যালে বাস্তবেও এরকম খবর পাওয়াগেছে। ডিগ্রী না থাকা সত্ত্বেও রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধানের পদ দখল হয়ে আছে দুই মেডিকেলের দুই ডাক্তার। এদের একজন অধ্যক্ষ ও অপর জন পরিচালক।

অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক রক্ত পরিসঞ্চালন বিভাগের পদ দখল করে রেখেছেন। অথচ তাদের এ বিষয়ে কোনো ডিগ্রি নেই। শুধু ইউজার ফিস পাওয়ার লোভে তারা এমনটি করেছেন।

এই দুজনের কারোই রক্ত পরিসঞ্চালন বা ট্রান্সফিউশন মেডিসিন বিষয়ে কোনো ডিগ্রি নেই। এমনকি এই দুই প্রতিষ্ঠানেই রক্ত পরিসঞ্চাল বিভাগে সহকারী অধ্যাপক রয়েছেন। আইনানুযায়ী তাদের বিভাগীয় প্রধন হিসাবে দায়িত্ব পালনের কথা। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিত অভিযোগ জানিয়েছে ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ। এমনকি জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকেও এক অফিস আদেশে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। জানা গেছে, রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নূরুন্নবী লাইজু ২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধানের পদ দখল করে আছেন। অথচ তিনি একজন যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ। অন্যদিকে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ মহসিন ২০২০ সাল থেকে পদটি দখলে রেখেছেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আইনত এক বিভাগের দায়িত্বে অন্য বিভাগের কেউ থাকতে পারেন না। সেই বিভাগে যদি কোনো সহকারী অধ্যাপকও থাকেন, তা হলে তিনিই বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। তবে রংপুর ও বগুড়ার বিষয়ে এখনো কোনো অভিযোগ তার কাছে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments