Home শীর্ষ খবর দেশে শুরু হয়েছে ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশংকা

দেশে শুরু হয়েছে ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশংকা

দখিনের সময় ডেস্ক:

দেশে করোনা ভাইরাসের সুপার ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে। ইতোমধ্যে ১০ জনের শরীরে এ ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে। এমনকি বেড়েছে দৈনন্দিন সংক্রমণের হারও। কিন্তু দেশের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। গণপরিবহন, কাঁচাবাজার, মার্কেট সব স্থানেই স্বাস্থ্যবিধি এক প্রকার অনুপস্থিত।

বিশিষ্ট রোগতত্ত্ববিদ ও আইইডিসিআরের উপদেষ্টা ড. মুশতাক হোসেন বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ চলছে। এই মুহূর্তে আমাদের নড়েচড়ে বসা উচিত। সংক্রমণের ব্যাপকতা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে, রোগী বাড়ে এবং হাসপাতালে শয্যা পূর্ণ হয়ে যায়, তা হলে লকডাউনের দিকে যেতে হবে।

ডেল্টা এবং ওমিক্রন করোনা পৃথক দুটি ভ্যারিয়েন্ট বা ধরন। তাদের জিনগত বৈশিষ্ট্যও আলাদা। গঠন আকৃতি ভিন্ন। অন্য যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে এর পার্থক্য রয়েছে। যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রনের সংক্রমণশীলতা অনেক বেশি। এর রি-ইনফেকশন বা সেকেন্ডারি ইনফেকশনের হার বেশি। অর্থাৎ যারা আগে সংক্রমিত হয়েছেন বা টিকা নিয়েছেন, তারাও সংক্রমিত হতে পারেন। তারা বলছেন, আমাদের দেশে জিনম সিকুয়েন্স খুবই কম হচ্ছে। এক্ষেত্রে সরকারের উচিত জিনম সিকুয়েন্সিংয়ের পরিসর বাড়ানো। তা হলে দেশের সামগ্রিক পরিস্থিতি বুঝতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওমিক্রনের সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালগুলোকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বন্দরগুলোয় সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে দেশে ওমিক্রন নিয়ন্ত্রণে বিশেষ ২৩ দফা নির্দেশনা জারি করছে। এমনকি বিদেশ থেকে আসা সব নাগরিকের এন্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুদিনা পাতার এই উপকারিতাগুলো জানতেন?

দখিনের সময় ডেস্ক: পুদিনাপাতা কেবল খাবারের জন্য একটি সুস্বাদু গার্নিশ বা পানীয়ের জন্য একটি সতেজ সংযোজনই নয়, বরং এর চেয়ে অনেক বেশি কিছু। বহু শতাব্দি...

সংবিধান সংশোধনের ম্যান্ডেট কি অন্তর্র্বতী সরকারের আছে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য মাহফুজ আলম ‘এক দফা ঘোষণার দিনই সংবিধান বাতিল হয়ে গেছে’ এবং ‘সংবিধান...

স্মার্টফোন রপ্তানিতে বৈশ্বিক বাজারে শীর্ষে স্যামসাং

দখিনের সময় ডেস্ক: ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ৫ কোটি ৭৫ লাখ স্মার্টফোন ইউনিট রপ্তানির মাধ্যমে স্মার্টফোনের বৈশ্বিক বাজারে আবারও শীর্ষস্থান নিশ্চিত করেছে স্যামসাং। বৈশ্বিকভাবে স্বনামধন্য...

বরিশালকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক:  দেশের পরিবেশ ও জনপদের সুরক্ষারসহ ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা নাগরিক দাবির বাস্তবায়ন চেয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জলবায়ু কর্মীরা। এসময় তারা...

Recent Comments