Home শীর্ষ খবর দেশে শুরু হয়েছে ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশংকা

দেশে শুরু হয়েছে ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশংকা

দখিনের সময় ডেস্ক:

দেশে করোনা ভাইরাসের সুপার ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে। ইতোমধ্যে ১০ জনের শরীরে এ ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে। এমনকি বেড়েছে দৈনন্দিন সংক্রমণের হারও। কিন্তু দেশের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। গণপরিবহন, কাঁচাবাজার, মার্কেট সব স্থানেই স্বাস্থ্যবিধি এক প্রকার অনুপস্থিত।

বিশিষ্ট রোগতত্ত্ববিদ ও আইইডিসিআরের উপদেষ্টা ড. মুশতাক হোসেন বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ চলছে। এই মুহূর্তে আমাদের নড়েচড়ে বসা উচিত। সংক্রমণের ব্যাপকতা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে, রোগী বাড়ে এবং হাসপাতালে শয্যা পূর্ণ হয়ে যায়, তা হলে লকডাউনের দিকে যেতে হবে।

ডেল্টা এবং ওমিক্রন করোনা পৃথক দুটি ভ্যারিয়েন্ট বা ধরন। তাদের জিনগত বৈশিষ্ট্যও আলাদা। গঠন আকৃতি ভিন্ন। অন্য যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে এর পার্থক্য রয়েছে। যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রনের সংক্রমণশীলতা অনেক বেশি। এর রি-ইনফেকশন বা সেকেন্ডারি ইনফেকশনের হার বেশি। অর্থাৎ যারা আগে সংক্রমিত হয়েছেন বা টিকা নিয়েছেন, তারাও সংক্রমিত হতে পারেন। তারা বলছেন, আমাদের দেশে জিনম সিকুয়েন্স খুবই কম হচ্ছে। এক্ষেত্রে সরকারের উচিত জিনম সিকুয়েন্সিংয়ের পরিসর বাড়ানো। তা হলে দেশের সামগ্রিক পরিস্থিতি বুঝতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওমিক্রনের সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালগুলোকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বন্দরগুলোয় সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে দেশে ওমিক্রন নিয়ন্ত্রণে বিশেষ ২৩ দফা নির্দেশনা জারি করছে। এমনকি বিদেশ থেকে আসা সব নাগরিকের এন্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments