Home নির্বাচিত খবর সরকারের ৩ বছর পূর্তি হলো আজ

সরকারের ৩ বছর পূর্তি হলো আজ

দখিনের সময় ডেস্ক:

তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্ণ হলো আজ। ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ৭ জানুয়ারী শপথ নেয় আওয়ামী লীগ সরকার। লাগাতার তৃতীয় দফায় আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করায় দেশের অকল্পনীয় উন্নয়র হয়েছে। কিন্তু অনেকেই মনে করেন, উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যাশিত মাত্রায় সুশাসন প্রতিষ্ঠা করা যায়নি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়- সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এমনও বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বসাধারণের সহায়তা না থাকলে শতভাগ সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী গত তিন বছরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকার অনেক কাজই করেছে। সে বিবেচনায় ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। বাকি দুই বছরে ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন হয়ে যাবে। অন্যদিকে বিশিষ্টজনরা মনে করছেন, দেশে অবকাঠামো উন্নয়ন হলেও বেকার সমস্যার সমাধান, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় তেমন অগ্রগতি নেই। উন্নয়ন ও সুশাসনের মধ্যে সমন্বয় না থাকলে সেই উন্নয়ন ভালো ফল বয়ে আনবে না।

একাদশ নির্বাচন সামনে রেখে ২০১৮ সালে আওয়ামী লীগের ইশতেহারে ছিল- দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নারীর ক্ষমতায়ন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল, আইনের শাসন সুদৃঢ় করা, বিদ্যুৎ ও জ্বালানী নিরাপত্তার নিশ্চয়তা, আধুনিক কৃষিব্যবস্থা- সর্বোপরি গ্রামে শহরের সুবিধা দেওয়া। এ ছাড়া দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্লু-ইকোনমির উন্নয়ন, নিরাপদ সড়কের নিশ্চয়তা, প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ, ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তির অধিকতর ব্যবহার, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো অঙ্গীকারও সেই ইশতেহারে ছিল।

এসব অঙ্গীকারের কতটুকু বাস্তবায়ন হয়েছে, জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, দেশে অবকাঠামো উন্নয়ন হয়েছে, হচ্ছে- এটি সত্যি। তবে দেশে গণতন্ত্র ও আইনের শাসনের ঘাটতি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সরকারের প্রচেষ্টা ছিল। তবে করোনা মহামারীর কারণে কাজের যে গতি ছিল, তা অনেকটা কমে গেছে। তবে আশার কথা হলো- করোনা সংকট যখন একেবারের চূড়ায়, তখনো সরকারের কার্যক্রম বন্ধ ছিল না।

সরকার সুশাসনের পথে কতটুকু এগিয়েছে- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, ‘সুশাসন একটা আপেক্ষিক ব্যাপার। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সব রাজনৈতিক দল ও মানুষের সহায়তা লাগে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, যারা সারাদিন গণতন্ত্রের কথা বলেন। তারা গণতন্ত্র বলতে রাজপথে নেমে গাড়ি-ভাঙচুর করাকে বোঝে। এটি তো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। রাজনৈতিক দলগুলো গণতন্ত্র ও সুশাসনের প্রতি শ্রদ্ধাশীল না হলে প্রকৃত অর্থে সুশাসন বলতে যা বোঝায়, তা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সর্বোপরি বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসনের বাস্তবসম্মত ইন্ডিকেশন হলো- আইনের কঠোর প্রয়োগ। তা কিন্তু হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments