Home শীর্ষ খবর ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আসছেই, আসক্ত হচ্ছে নানান বয়সের মানুষ

ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আসছেই, আসক্ত হচ্ছে নানান বয়সের মানুষ

দখিনের সময় ডেস্ক:

ভয়ংকর রূপ নিচ্ছে নতুন মাদক ক্রিস্টাল মেথ-আইসের আগ্রাসন। বিভিন্ন বয়সী মানুষ আসক্ত হয়ে পড়ছে দানাদার নতুন এ মাদকে। আইন প্রয়োগকারী সংস্থাকে অন্ধকারে রেখে চট্টগ্রাম-কক্সবাজারসহ ২৮ রুট দিয়ে ছয় ধরনের ক্রিস্টাল মেথ দেশে ঢুকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে। আইন প্রয়োগকারী সংস্থার কাছে আইস রীতিমতো একটি আতঙ্কের নাম হয়ে উঠছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ-মিয়ানমারের ইয়াবা মাফিয়ারাই নিয়ন্ত্রণ করছে ভয়ংকর মাদক আইসের অন্ধকার জগৎ। আইসের অন্যতম ডিপো হয়ে ওঠা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প। এখান থেকেই নানা কৌশলে পাচার হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। এ ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা ও কক্সবাজারের বিভিন্ন এলাকার হতদরিদ্রদের। সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়াদের কাছ থেকে এরই মধ্যে কয়েকজন ক্রিস্টাল মেথ মাফিয়ার নাম জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা। উঠে এসেছে নানা তথ্য।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, যারা ইয়াবা পাচার করে তাদের একটি অংশ এখন ক্রিস্টাল মেথ পাচার করছে। মাদক চক্রের হোতারা আড়ালে থেকে ক্যারিয়ারদের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্রিস্টাল মেথ পাচার করছে। এরই মধ্যে তদন্তে কিছু ব্যক্তির নাম উঠে এসেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, স্থলপথ ছাড়া সাগরপথেও অভিন্ন কায়দায় পাচার হচ্ছে এ মাদক। ক্রিস্টাল মেথ পাচারের কৌশল নজরে আসার পর পাচার রোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। সাগরপথে ক্রিস্টাল মেথ পাচারের মাদক মাফিয়ারা শক্তিশালী বিভিন্ন রঙের লেজার লাইট ব্যবহার করে। এ ক্ষেত্রে তারা নানা রঙের লেজার লাইট ব্যবহার করে একে অন্যকে বার্তা দেয়। ওই সংকেতের ওপর ভিত্তি করে ক্রিস্টাল মেথের চালান হস্তান্তর হয়।

এ ছাড়া মিয়ানমার পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের (এমপিটি) সিম দিয়ে মাদক কারবারিরা নিজেদের মধ্যে যোগাযোগ করে। এমপিটির রোমিংয়ে বিশেষ সুবিধা থাকায় এ সুবিধা গ্রহণ করে মাদক কারবারিরা। ক্রিস্টাল মেথের স্থায়িত্ব ও কার্যকারিতা বেশি হওয়ায় এবং ইয়াবার তুলনায় বহন করা সহজ হওয়ায় ইয়াবা কারবারিরা এখন ক্রিস্টাল মেথ পাচারের দিকে ঝুঁকছে। তারা নানা কৌশলে ক্রিস্টাল মেথ পাচার করছে। ক্রিস্টাল মেথ পাচারের কিছু পদ্ধতি আমাদের নজরে এসেছে। তাই এ কৌশলগুলো নিয়ে সতর্ক থাকতে অধিদফতরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments