Home নির্বাচিত খবর নারীর চুলে থুতু ছিটিয়ে গ্রেফতার 'হেয়ার স্টাইলিস্ট' জাভেদ হাবিব

নারীর চুলে থুতু ছিটিয়ে গ্রেফতার ‘হেয়ার স্টাইলিস্ট’ জাভেদ হাবিব

দখিনের সময় ডেস্ক:

পানির অভাবে শুধুমাত্র থুতু দিয়ে কীভাবে চুলের যত্ন নেওয়া যায়- তা প্রকাশ্য ওয়ার্কশপে শেখাতে গিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে ফেলেছেন ভারতের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। এক নারীর চুলে থুতু ছিটিয়ে তিনি গেছেন শ্রীঘরে। ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চেয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হাবিবকে।

ভারতের উত্তরপ্রদেশের বাগপতের তরুণী পূজা গুপ্তা, যিনি নিজেও একটি পার্লারের মালিক, গিয়েছিলেন জাভেদ হাবিবের একটি ওয়ার্কশপে। সেখানে নানা পরামর্শ দেওয়ার মাঝে পূজাকে মঞ্চে ডেকে নেন হাবিব। জানান যে চুলের যতœ নেওয়ার একটি ‘ডেমো’ দেখাবেন। পূজা বেশ খুশি মনেই রাজি হয়েছিলেন। মঞ্চে উঠে তিনি হাবিবের কথা মতো বসে পড়েন চুল কাটার সিটে। হাবিবও কাজ শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরই ঘটে যায় সেই অদ্ভুত ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় পূজা জানিয়েছেন, আমার চুল শ্যাম্পু করা ছিল না। উনি কাটতে কাটতে ঠিক আমার চুলের মাঝখানে থুতু ছেটালেন। এরপর বললেন- এই থুতুতে প্রাণ আছে। আসলে হাবিব বোঝাতে চাইছিলেন পানির অভাবে কীভাবে চুলের যতœ করা যায়। আর তার জন্য তিনি অন্যের চুলে থুতু ছিটিয়ে ডেমো দেখাতে চাইছিলেন। কিন্তু এমন ঘটনা হওয়ার পরই পূজা সেখান থেকে উঠে আসেন। এমন ঘৃণ্যকর ব্যাপার তার সহ্য হয়নি। এই তিক্ত অভিজ্ঞতা থেকে সোশ্যাল মিডিয়ায় পূজা আরও জানিয়েছেন যে- তিনি রাস্তার ধারে সেলুনে গিয়ে চুল কাটবেন, তবু কোনওদিন আর হাবিবের কাছে যাবেন না।

নারীর চুলে থুতু দেওয়ার ভিডিওটি ভাইরাল হতেই ক্ষমা চান জাভেদ হাবিব। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বলেই আত্মপক্ষ সমর্থনে বলছেন তিনি। কিন্তু তাতে বিতর্ক থেমে যায়নি। ভারতের জাতীয় মহিলা কমিশন বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ বলেই গণ্য করছে।

কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা উত্তরপ্রদেশ পুলিশের ডিজির কাছে চিঠি লিখে দাবি জানিয়েছেন, ভাইরাল ভিডিওতে যা দেখা যাচ্ছে, তার দ্রুত তদন্ত করে নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। এই আবেদন পেয়েই হাবিবের বিরুদ্ধে এফআইআর দায়ের দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করা হয় বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরি, নেবে ৮৫ জন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ৮৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকে আবেদন...

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল...

ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন কেন বন্ধ করল কাওয়াসাকি

দখিনের সময় ডেস্ক: ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি। বাজারে নিনজা ৫০০ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই আইকনিক নিনজা ৪০০-র যুগের অবসান...

Recent Comments