Home অন্যান্য করোনা ভাইরাস শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই: শিক্ষামন্ত্রী

দখিনের সময় ডেস্ক: 

ফের করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে। তবে, যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, যতদিনব সম্ভব শিক্ষক-শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলবে। তবে, সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। কিন্তু, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার আগ পর্যন্ত গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়েছেন ডা. দীপু মনি। রবিবার রাজধানীর সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, পরিস্থতি পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে। এজন্য শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম জোরেশোরে চলছে। তবে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজি শহীদুল্লাহ এবং শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় সমাজসেবক কৈলাশ সত্যার্থী। এছাড়াও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য ড. এম লুৎফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার বেড়েছে

দখিনের সময় ডেস্ক: র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার গড়ে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে র‍্যানসমওয়্যার সাইবার হামলায় ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো গড়ে ৪ লাখ থেকে ২০...

গরমে কেন খাবেন আখের রস

দখিনের সময় ডেস্ক: তীব্র গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয়র বদলে অনেকেই ভরসা রাখেন আখের রসে। আখের রস থেকেই তৈরি হয় চিনি। কিন্তু চিনির থেকেও অনেক...

বৃষ্টি বিলাসে খেতে পারেন যেসব খাবার

দখিনের সময় ডেস্ক: টানা অতি তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি নেমেছে দেশের বিভিন্ন স্থানে। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যস্ত জীবনে। দীর্ঘদিন গরমের ধকল পোহানোর পর এমন বৃষ্টি...

অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত হালিমা খাতুন স্কুল, ১৩ ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতিতে চরম সংকটে পড়েছে বরিশালের ঐতিহ্যবাহী হালিমা খাতুন স্কুল। শিক্ষকরা নিয়োজিত কোচিং বানিজ্যে। স্কুলের শিক্ষক, অভিভাবকদের মধ্যে চরম...

Recent Comments