Home অন্যান্য করোনা ভাইরাস হাসপাতালে বেড়েছে করোনা রোগী, এক মাসে ৪১ শতাংশ বৃদ্ধি

হাসপাতালে বেড়েছে করোনা রোগী, এক মাসে ৪১ শতাংশ বৃদ্ধি

দখিনের সময় ডেস্ক:

দেশে হাসপাতালগুলোতে বাড়ছে কভিড রোগীর চাপ। এক মাসের ব্যবধানে দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৪১.৬৯ শতাংশ বেড়েছে। ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে বেড়েছে ৫৫.৩০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হার আরও এক দফা বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর এসেছিল গত ৯ সেপ্টেম্বর। ওই দিন শনাক্ত হয় ২ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮.৯৭ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের খবর এসেছিল ৪ মাসেরও বেশি সময় আগে, গত ৮ সেপ্টেম্বর। ওই দিন শনাক্তের হার ছিল ৯.০৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার রোগী শনাক্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২৭৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতা কমে যাওয়ায় ক্রমেই বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। সুস্থ ও মৃত বাদে গতকাল দেশে সক্রিয় কভিড রোগী ছিল ১৮ হাজার ৮৯৫ জন। গত ১১ ডিসেম্বর এ সংখ্যা ছিল ৭ হাজার ১১২ জন। এক মাসে সক্রিয় রোগী দ্বিগুণের বেশি বেড়েছে। অধিকাংশ কভিড রোগী বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিলেও প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে।

অধিদফতরের তথ্যে দেখা গেছে, গত ১১ ডিসেম্বর সারা দেশের কভিড হাসপাতালগুলোতে মোট ৮১৮ জন রোগী ভর্তি ছিল। গতকাল সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ জনে। এক মাসে বেড়েছে ৩৪১ জন বা ৪১.৬৯ শতাংশ। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কভিড রোগীর প্রায় ৬০ শতাংশই ভর্তি রয়েছে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে। গতকাল ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৬৭৪ জন কভিড রোগী এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮৫ জন।

গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৪৩৪ জন কভিড রোগী। এক মাসে বেড়েছে ২৪০ জন বা ৫৫.৩০ শতাংশ। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি কভিড রোগীর সংখ্যা বেড়েছে ৫৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে বেড়েছে ২৩ জন ও দেশের অন্যান্য হাসপাতালে ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দুজন কভিড রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। মারা গেছেন ২৮ হাজার ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার ৭৮ ভাগ হয়েছে ঢাকা বিভাগে। শনাক্ত রোগীর ৮০ ভাগ পাওয়া গেছে এ বিভাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments