দখিনের সময় ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগেরদিন শনিবার দেশে ৩ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই হিসেবে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা আজ এক হাজার ৭৭৫ জন বেড়েছে।
বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন ও সিলেট বিভাগের একজন রয়েছেন।