Home নির্বাচিত খবর মুক্তির পয়গাম আল কোরআন

মুক্তির পয়গাম আল কোরআন

আল কোরআন মহান আল্লাহর বাণী। ইসলামের মূল তত্ত্ব ও তথ্যের প্রধান উৎস। আল কোরআন মানবতার মুক্তিসনদ, হেদায়াতের আলোকবর্তিকা। এর বাণী বিশ্বজনীন, সর্বজনীন, চিরন্তন ও শাশ্বত। মানবতার উৎকর্ষ সাধনে ও সভ্যতার ক্রমবিকাশে এর অবদান অতুলনীয়, মানুষের সার্বিক উন্নতি ও প্রকৃত সফলতার কালজয়ী পাথেয়।

কোরআনে কারিমের তিলাওয়াত মুসলমানের জন্য অন্যতম ইবাদত, শ্রেষ্ঠতম জিকির এবং ইমান বৃদ্ধি ও আল্লাহর প্রতি সুদৃঢ় আস্থা অর্জনের অন্যতম সহায়ক। নামাজ শুদ্ধভাবে আদায়ের জন্য কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত একান্ত জরুরি। এ কিতাবের প্রতিটি অক্ষর তিলাওয়াতে লাভ হয় ১০টি করে নেকি। এমনকি এ মহাগ্রন্থের তিলাওয়াত শ্রবণকারীর ওপর নাজিল হয় করুণাময়ের অসীম রহমত। তিলাওয়াতকারীর জন্য এ কোরআন পরকালে সুপারিশ করবে।

এক কথায় কোরআন হলো আমাদের ইহকাল ও পরকালের যাবতীয় কল্যাণের মহাসমুদ্র। মহান প্রভু ইরশাদ করেন, ‘আর যখন তাদের কাছে পাঠ করা হয় কোরআনের আয়াত তখন তাদের ইমান বেড়ে যায়।’ সুরা আনফাল আয়াত ২)। অন্য আয়াতে তিনি ঘোষণা করেন, ‘আর যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মনোযোগসহকারে শোনো এবং নিশ্চুপ থাক, যাতে তোমাদের ওপর রহম (দয়া) করা হয়।’ সুরা আরাফ আয়াত ২০৪।

আল্লাহতায়ালা আরও বলেন, ‘নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে ও নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান নেই।’ সুরা ফাতির আয়াত ৩৫। রসুলুল্লাহ (সা.) ফরমান, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষরও পড়ে এর বিনিময়ে সে একটি নেকি লাভ করবে। আর এক একটি নেকি ১০ গুণে পরিণত হবে। আমি বলছি না আলিফ লাম মিম একটি অক্ষর; বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর ও মিম একটি অক্ষর।’ তিরমিজি।

উল্লেখ্য, উপরোক্ত আয়াত ও হাদিসে বর্ণিত ফজিলত অর্জনের জন্য কোরআনে কারিমের অর্থ বুঝে পড়তে হবে এমন কোনো ইঙ্গিত নেই। বরং মহানবী (সা.) কোরআন তিলাওয়াতের ফজিলত বর্ণনার্থে যে উদাহরণ পেশ করেছেন, ‘আলিফ লাম মিম’-এর অর্থ কেবল আল্লাহ জানেন। তবু তা তিলাওয়াত করলে প্রতি অক্ষরে ১০টি করে নেকি লাভ হবে তিনি বলেছেন। এ ছাড়া রসুলুল্লাহ (সা.)-কে এ জগতে পাঠানোর একটি বৃহৎ উদ্দেশ্য হলো লোকদের আল্লাহর কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে শোনানো। সুরা আলে ইমরান আয়াত ১৬৪।

লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments