Home শীর্ষ খবর ২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক:
রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের চেয়ারম‌্যান প্রার্থী ছরোয়ার আলম আবু খাঁর নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজনী‌তি‌তে ফেরার আভাস দি‌য়ে‌ছেন আবুল হাসান চৌধুরী কায়ছার।
সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার ব‌লেন, আনুষ্ঠা‌নিকভা‌বে রাজনী‌তি থে‌কে দীর্ঘদিন বাইরে থাক‌লেও বঙ্গবন্ধ‌ুর নীতি দর্শনের বাইরে নেই। আমি সাংস্কৃতিকভা‌বে আওয়ামী ঘ‌রোনার এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার দিক থে‌কে আমার বড় বো‌নের মত ছি‌লেন, আছেন এবং চির‌দিন থাক‌বেন। বাংলার নেত্রী শেখ হা‌সিনার আশীর্বাদ ও নি‌র্দেশে আমি মধুপু‌রে এসে‌ছিলাম। আমার জীব‌নে শ্রেষ্ঠ ঘটনা, শ্রেষ্ঠ উপহার মধুপুর। আমি ২৩ বছ‌রেও রাজনী‌তিক অঙ্গ‌নে মধুপুর আসিনি। ত‌বে আজ‌কে এসে‌ছি। ম‌নে প্রাণে উপ‌জেলা চেয়ারম‌্যান প্রার্থী আবু খার বিজয় হোক এটাই চাই।   তি‌নি আরও ব‌লেন, আগামীতে টাঙ্গাইলে সৃজনশীল সকল ক‌র্মের সা‌থে যত‌দিন বেঁচে থা‌কি আমি অবশ‌্যই জ‌ড়িত থাক‌ব। বৃহত্তর স্বার্থে সব‌ কিছুইতো রাজনীতি। আজ‌কে আমার এই কর্মীসভায় উপস্থি‌তি সেটাও রাজনী‌তি। আমি জনগ‌ণের দি‌কে তা‌কি‌য়ে থাক‌ি। জনগণ আমার মু‌খের দি‌কে তা‌কি‌য়ে থা‌কে, আমিও জনগ‌ণের মু‌খের দি‌কে তাকি‌য়ে থা‌কি। তারা চাইলেই যে ‌কোনো প্রয়োজ‌নে আবার আমা‌কে স‌ক্রিয়ভা‌বে পা‌শে পা‌বে। মধুপুর যা আমা‌কে দি‌য়ে‌ছে তা অতুলনীয়।
এর আগে বি‌কে‌লে সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার‌কে উপ‌জেলার গাংগাইর এলাকা থে‌কে ফু‌লের শু‌ভেচ্ছা জানা‌নো হয়। প‌রে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকে‌ল শোভাযাত্রার মাধ‌্যমে তা‌কে মধুপু‌রে কর্মীসভাস্থ‌লে নি‌য়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments