Home অন্যান্য করোনা ভাইরাস মোংলায় করোনা সংক্রমণের হার ৭৫ শতাংশ!

মোংলায় করোনা সংক্রমণের হার ৭৫ শতাংশ!

দখিনের সময় ডেস্ক:

বাগেরহাটে আবারো বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। জেলার ৯টি উপজেলায় শনিবার নতুন করে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মোংলায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোংলা উপজেলায় করোনা সংক্রামণের হার দাঁড়িয়েছে ৭৫ শতাংশে। মোংলা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিড় বাড়ছে টিকাদান কেন্দ্রেগুলোতে। আজ(২২জানুয়ারী) শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালের টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। টিকা নিতে আসা লোকজনের ভিড়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হয়নি। তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও টিকা দিতে পেরে খুশি শিক্ষার্থীসহ সবাই।

এদিকে মোংলায় করোনা সংক্রামণের হার ৭৫ শতাংশে হবার বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, মোংলায় করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর মানুষ অসচেতন হয়ে পড়ে। অধিকাংশের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব নেই। কোথাও স্বাস্থ্যবিধি নেই। সেসব কারণে সংক্রমণ বাড়ছে। তাই বড় বিপদ আসার আগে আমাদের সাবধান হয়ে যেতে হবে।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার এ প্রসঙ্গে বলেন, প্রতিদিনই করোনা সংক্রমণ এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাতে রবিবার (২৩ জানূয়ারি) থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান করা হবে। এখন থেকে কারও কোনো অজুহাত আর মানব না।

বাগেরহাট সিভিল সার্জন অফিস জানায়, শনিবার ( ২২ জানুয়ারি ) ৪০ হাজার ২৮৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। এ নিয়ে জেলায় ১ লাখ ৫২ হাজার ৬শ ৪৪ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। এছাড়া বাগেরহাট জেলায় প্রাপ্ত বয়স্ক ১০ লাখ ৯৬ হাজার ১১৭ জনকে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৮১৬ জন। তৃতীয় ডোজ নিয়েছেন ২০ হাজার ১১২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তিন দিনের হিট অ্যালার্ট আজ থেকে শুরু

দখিনের সময় ডেস্ক: তীব্র হতে অতিতীব্র তাপদাহে জনজীবন কাহিল। পুড়ছে পুরো দেশ, বিপর্যস্ত জনজীবন। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকায় পঞ্চম দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে।...

বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ হার এড়াল পাকিস্তান

দখিনের সময় ডেস্ক: ঘরের মাঠে তুলনামূলক দুর্বল স্কোয়াড নিয়ে আসা নিউজিল্যান্ডের কাছে প্রায় সিরিজ হারতে বসেছিল পাকিস্তান। সেখান থেকে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে কক্ষপথে ফিরিয়েছেন শাহিন...

রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, এসএসসি পাসেই আবেদন

দখিনের সময় ডেস্ক: রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু...

কাদের ভাইর শরণাপন্ন হলাম

কেবল মন্ত্রিত্ব নয়, জটিল সময়ে আওয়ামী লীগের মতো বিশাল দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন ওবায়দুল কাদের। বলা হয় জিল্লুর রহমান,...

Recent Comments