Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি তদন্তে গিয়ে পরকীয়া, ধর্ষণের অভিযোগে এসআইর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

তদন্তে গিয়ে পরকীয়া, ধর্ষণের অভিযোগে এসআইর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

দখিনের সময় ডেস্ক:

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আজ রোববার(২৩জানুয়ারী) দুপুরে আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত এসআইয়ের দ্রুত বিচার দাবি করে ভুক্তভোগী ওই নারী জানান, পুলিশের কাছে সেবা নিতে এসে আর কোনো নারী যেন ধর্ষণের শিকার না হন, সেই জন্য তার শাস্তি হওয়া উচিত।

জানা গেছে, আব্দুল জলিল পঞ্চগড় সদর থানার সাবেক এসআই হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে একই পদে তিনি কুড়িগ্রাম সদর থানায় কর্মরত রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা শহরের পূর্ব জালাসী এলাকার এক বিধবা নারী ২০২০ সালের ৩০ এপ্রিল জমি-সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই ডায়েরির তদন্ত করতে যান পঞ্চগড় সদর থানার সাবেক এসআই আব্দুল জলিল। তদন্তের এক পর্যায়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন তিনি। এরপর ভুয়া কাবিননামা দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়েন এসআই আব্দুল জলিল।

এরপর ওই নারী বিয়ের কাবিননামা চাইতে গেলে এসআই জলিল বিয়ের কথা অস্বীকার করেন। পরে ভুক্তভোগী ওই নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্তের জন্য পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন আদালত। গত ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়। আজ রোববার আদালত মামলাটি আমলে নিয়ে ওই এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোবাইল ডেটা দ্রুত শেষ হচ্ছে? এই কাজ করলে বাঁচবে খরচ

দখিনের সময় ডেস্ক: মোবাইলে ইন্টারনেটের ব্যবহার প্রতিদিনই বাড়ছে। ফলে খরচও বাড়ছে। প্রতিদিন ২ জিবি'র ইন্টারনেট প্যাকেজে কেনার পরও অনেকের কাজ শেষ হওয়ার আগেই ডেটা শেষ...

সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যর্থতার দায় ভোগ করতে হচ্ছে গ্রাহককে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যর্থতার দায় সাধারণ গ্রাহকদের ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গত মঙ্গলবার (৩০ এপ্রিল)...

২ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন?

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তার শীর্ষে থাকা মেটার মালিকানাধীন এই অ্যাপটি ২ কোটিরও বেশি...

এসির ফ্যানের গতি বাড়ালে কী গাড়ির মাইলেজ কমে?

দখিনের সময় ডেস্ক: গ্রীষ্মকালে এসি ছাড়া গাড়িতে ভ্রমণ করা কষ্টকর। তাই গরমের কারণে গাড়িতে এসির ব্যবহার বাড়ছে। গাড়ির এসি চালু করার সঙ্গে সঙ্গেই প্রথম যেটা...

Recent Comments