Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশালে বেপরোয়া মাদক চক্র, এবার ছুরিকাঘাতে খুন হলো কাঠমিস্ত্রি

বরিশালে বেপরোয়া মাদক চক্র, এবার ছুরিকাঘাতে খুন হলো কাঠমিস্ত্রি

স্টাফ রিপোর্টার:

মাদকের আগ্রাসনে নিমজ্জিত বরিশালের মাদক কারবারীরা চরমভাবে বেপরোয়া হয়ে উঠেছে। এবার এই চক্রের হাতে খুন হলো কাঠমিস্ত্রি দিপু হালদার। বৃহস্পতিবার(২৭ জহানুয়ারী) রাতে নগরীর বাঘিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর পালানোর সময় একজনকে আটক করে গণপিটুনি শেষে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক মোফাজ্জেল আহম্মেদ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে দিপুর মৃত্যু হয়েছে। তার পেটে ছুরির বেশ কয়েকটি আঘাত রয়েছে। নিহত দিপু হালদার (৪৫) বাঘিয়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ হালদারের ছেলে। সেম বাসদ-এর রাজনীতিদর সঙ্গে জড়িত বলে জানাগেছে।

নিহতের স্বজন সজল হালদার জানিয়েছেন, ৬-৭ জনের একটি দল দিপুকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। ঠিক কী কারণে তাকে হত্যা করা হলো তা আমরাও জানি না। তবে শুনেছি বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে বসে বাঘিয়া কালিমাতা মন্দির এলাকার বাসিন্দা ডেভিড কুডু মিস্ত্রি যাকে পাচ্ছিলেন তাকেই গালাগালি করছিলেন। এ সময় দিপু এর প্রতিবাদ করে তাকে দোকান থেকে চলে যেতে বলেন। তখনই  কুডু হুমকি দিয়েছিলেন, আর সন্ধ্যায় এ হামলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত কুডু মিস্ত্রি মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত।

এদিকে, কুডু মিস্ত্রির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে-সকালে চায়ের দোকানে কুডুকে মারধর করেন দিপু। প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে সন্ধ্যায় তার ওপর হামলা চালানো হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মো. সেলিম জানান, স্থানীয়দের পিটুনিতে আহত কুডুকে পুলিশের হেফাজতে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসদের শোক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ২৯ নং ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড দীপু হত্যার ঘটনায় বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী  এক যুক্ত বিবৃতিতে কমরেড দীপু হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, কমরেড দীপু হালদার অত্যন্ত প্রগতিশীল মানসিকতার একজন সমাজসচেতন মানুষ ছিলেন। তার বাবা রমেন্দ্রনাথ হালদার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নিজে শ্রমজীবী মানুষের পক্ষের সকল আন্দোলনে অংশগ্রহণ করতেন ও নিজের পরিবারকেও প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত করেছিলেন। একজন মাদকাসক্ত ব্যাক্তি কর্তৃক তাকে ছুরিকাহত করে হত্যার ঘটনা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং মাদকাসক্তি নির্মূলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার দাবি জানান। বার্তা প্রেরক, বিজন শিকদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments