Home শীর্ষ খবর রওশন এরশাদের খবর নেয় না কেউ, অবস্থা সংকটাপন্ন

রওশন এরশাদের খবর নেয় না কেউ, অবস্থা সংকটাপন্ন

দখিনের সময় ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কেউ খবর নেন না। তিনি এখন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় তিন মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। এরও আগে আড়াই মাস ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু অবস্থা সংকটাপন্ন হয়ে গেলে শেষ পর্যন্ত ব্যাংককে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু বর্তমানে এই প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার প্রকৃত চিত্র সম্পর্কে জানেন না জাতীয় পার্টির নেতারা।

গত বছর থেকেই রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। তখন প্রায় আড়াই মাস তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়। তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে ৫ নভেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়। রওশন এরশাদের বয়স ৭৮ বছর।

রওশন এরশাদের সঙ্গে ব্যাংককে আছেন তার ছেলে সাদ এরশাদ। অভিযোগ রয়েছে, তিনি জাতীয় পার্টির নেতাসহ রওশন এরশাদের সরকারি ও ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগে খুব বেশি আগ্রহী নন। তবে মাঝেমধ্যে তার সঙ্গে যোগাযোগ করা গেলেও মায়ের শারীরিক অগ্রগতি বা অবনতি সম্পর্কে খুব বেশি জানাতে আগ্রহ দেখান না তিনি। ফলে রওশন এরশাদের শারীরিক অবস্থার প্রকৃত চিত্র দেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী ও তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে নেই।

রওশন এরশাদের চিকিৎসাসংক্রান্ত বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, রওশন এরশাদের শারীরিক অবস্থার সরাসরি কোনো খবর আমি জানি না। কারণ তার সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই। ব্যাংককে আছেন। সাদ এরশাদ যদি ফোন করে, তখন জানি। ৮-১০ দিন আগে আমাকে ফোন করেছিল। অবস্থা একটু ভালো। এরপর আর কোনো ফোন পাইনি। খবরও জানি না।  তিনি আরও বলেন, সত্য কথা বলতে কি, তার প্রতিদিনের সংবাদটাও পাচ্ছি না। সাদ এরশাদ যোগাযোগ না করলে আমাদের যোগাযোগ করার সুযোগ নেই। এজন্য আমরাও একটু উদ্বেগে আছি। দেখি কয়েক দিনের মধ্যেই উনার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করব। দলে তার যথেষ্ট অবদান আছে। পার্টির সৃষ্টিলগ্ন থেকে ওনার অবদান। দুঃসময়ে অবদান আছে। তার অবদানের শেষ নেই।

এ ব্যাপারে দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে বলেন, প্রথম দিকে তার সম্পর্কে কিছু খবর পেলেও এখন তিনি কেমন আছেন তা বলতে পারব না। তার সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যম সেখান থেকেই যোগাযোগ করা হচ্ছে না। অন্য প্রেসিডিয়াম সদস্য লোটন সিকদার বলেন, রওশন এরশাদ হাসপাতালে আছেন, এটুকুই জানি। ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে আছেন। কেবিনে দিয়েছে। এর বেশি জানি না।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান। তার কাছে রওশন এরশাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি নিজেই গত কয়েক দিন ধরে করোনায় আক্রান্ত। সাদ এরশাদের সঙ্গেও আমার কথা হচ্ছে না। এ কারণে উনার (রওশন এরশাদ) বর্তমান অবস্থা সম্পর্কে আমার জানা নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কাছে রওশন এরশাদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ব্যাংককের হাসপাতালের চিকিৎসকদের মোবাইল নম্বর তো আমার কাছে নেই। ফলে, চিকিৎসকদের সঙ্গে আমার যোগাযোগ করাও সম্ভব নয়। তবে আমার সঙ্গে সাদ এরশাদের কথা হয়। রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হলেও সেটা খুবই ধীরগতিতে হচ্ছে। বয়স ও অন্যান্য রোগ মিলিয়ে তার শারীরিক উন্নতির অবস্থা খুব বেশি স্থিতিশীল নয় বলে মন্তব্য করেন জি এম কাদেরের।

এদিকে, জাপার নেতারা অভিযোগ করেছেন, জাপা এখন জাতীয় সংসদের বিরোধী দল। সে হিসেবে সরকারের পক্ষ থেকেও জাতীয় সংসদের বিরোধী দলের এ শীর্ষ নেতার চিকিৎসার ব্যাপারে কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments