Home নির্বাচিত খবর সদ্য জন্ম নেয়া সন্তান বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধ!

সদ্য জন্ম নেয়া সন্তান বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধ!

দখিনের সময় ডেস্ক:

চাদপুরের তামান্না বেগম, প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ফুটফুটে সন্তান জন্ম দেয়। কিন্তু প্রেয় সন্তানকে নিজের কোলে নিতে পারেনি। প্রিয় সন্তানটিকে বুকের ওমে জড়িয়ে রাখার পরিবর্তে হাসপাতালের বিল পরিশোধ করতে তামান্না তাকে তুলে দিলেন অন্যের কোলে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এ ঘটনা ঘটেছে। সেই সন্তানকে ফিরে পেতে পাগলপ্রায় এই নারী।

জানা গেছে, দুই সন্তানের জননী তামান্না বেগমের তৃতীয় সন্তান ডেলিভারির সময় ঘনিয়ে আসলে তার স্বামী টাকা জোগাড় করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যান। কয়েকদিন বাসায়ও আসেননি তিনি। বন্ধ রেখেছেন মোবাইল ফোনও। এরই মধ্যে তামান্নার প্রসব বেদনা উঠলে তার স্বজনরা গত ২৩ জানুয়ারি তাকে ছেংগারচর পৌরসভার পালস এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলের জন্ম দেন তিনি। কিন্তু বিপত্তি বাধে হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে। সামর্থ্য না থাকায় এবং বিলের চাপে বাধ্য হয়ে ৫০ হাজার টাকায় নিজের সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হন তামান্না।

তামান্না বেগম জানান, অপারেশনের পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে টাকা চায়। অপারেশন বিল ১৬ হাজার টাকা, ওষুধপত্র এবং আনুষাঙ্গিক খরচ নিয়ে প্রায় ৪০ হাজার টাকা বিল দেখানো হয়। কিন্তু তার পক্ষে এতো টাকা কোনোভাবেই পরিশোধ করা সম্ভব ছিলো না। বিলের জন্য যখন তিনি হাসপাতালে আটকা ছিলেন, কাউসার নামে এক ব্যক্তি তার কাছে সন্তান কিনতে চান। শেষমেশ বাধ্য হয়ে তিনি সন্তান বিক্রি করেন এবং সেই টাকা দিয়ে বিল পরিশোধ করেন।

তবে হাসপাতাল মালিকের প্রতিনিধি লিমন সরকার জানান, বাচ্চা বিক্রির বিষয়ে তারা কিছু জানেন না। তাদের দাবি গত দুই সপ্তাহ আগে ওই নারী হাসপাতালে সেলাই কাটতে যান। বাচ্চা কেমন আছে জিজ্ঞাসা করলে ভালো আছে বলে জানান তিনি।

এদিকে, প্রথমে নিরুদ্দেশ থাকলেও সন্তান বিক্রির কথা শুনে তামান্নার স্বামী তাকে চাপ দিচ্ছেন। তিনি জানান, স্বামী বলেছেন সন্তান ফেরত না আনলে তিনি তাকে তালাক দেবেন। সন্তান হারানোর শোকের মধ্যে তিনি এখন সম্পর্ক বিচ্ছেদেরও শঙ্কায় দিন পার করছেন। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, বিষয়টি জেনেছেন, খোঁজ-খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেসয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments