দখিনের সময় ডেস্ক
ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এসবের মধ্যেই গতকাল হিজাব পরিহিতা এক ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। গেরুয়া ওড়না পরা একদল যুবকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তাকে। জানা যায়, ওই ছাত্রীর নাম মুসকান। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ডিয়া কলেজে। এদিকে মুসকানকে একহাত নিয়েছেন দেশটির এক মন্ত্রী।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) কর্ণাটকের মন্ত্রী বিসি নাগেশ দাবি করেছেন, মুসকান কেন উস্কানি দিলেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেন, তারা ওই ছাত্রীকে ঘেরাও করতে চায় নি। কিন্তু সে যখন চিৎকার করেছে… সে যখন আল্লাহু আকবর বলেছে তার আশে পাশে কোনো শিক্ষার্থী ছিল না। কেন সে কলেজ ক্যাম্পাসে আল্লাহু আকবর বলে উস্কানি দিলো? ক্যাম্পাসে ‘আল্লাহ-হু-আকবর’ বা ‘জয় শ্রী রাম’ বলে প্ররোচনা করা যায় না।এই মন্ত্রী আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সরকার কোনো দুর্বৃত্তকে ছাড় দেবে না।
এর আগে ভাইরাল হওয়া ভিডিওিতে দেখা যায়, স্কুটি পার্ক করে কলেজের দিকে যাচ্ছেন মুসকান। এসময় তার দিকে এগিয়ে আসে গেরুয়া ওড়না পরা একদল যুবক। তারা জয় শ্রী রাম বলে স্লোগান দিচ্ছিলেন। কিন্তু যুকবদের স্লোগান ও চিৎকারের মুখে রুখে দাঁড়ান মুসকান। আল্লাহু আকবার বলে বেশ কয়েকবার স্লোগানও দিয়েছেন তিনি। এসময় কলেজের কর্মকর্তারা মুসকানকে নিরাপত্তা দিয়ে কলেজে প্রবেশ করিয়ে দেয়।
ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সেই ছাত্রীভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সেই ছাত্রী
এই ঘটনায় মুসকানের প্রশংসা করেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই যুবকদের সামনে প্রতিবাদ করার সময় উদ্বিগ্ন ছিলেন না এবং তিনি তার হিজাব পরার অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবেন। তথ্যসূত্র: এনডিটিভি।
Post Views:
48