Home বরিশাল কর্তব্যে অবহেলায় নষ্ট হলো শতাধিক ডোজ করোনার টিকা !!

কর্তব্যে অবহেলায় নষ্ট হলো শতাধিক ডোজ করোনার টিকা !!

বাউফল প্রতিনিধি:
কর্তব্যরত নার্সদের দায়িত্বে অবহেলার কারনে পটুয়াখালীর বাউফলে ফেলে দেওয়া হয়েছে ফাইজারের শতাধিক করোনা ভ্যাকসিন (১ম ও ২য় ডোজ টিকা) । ২০ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের স্থান সংকুলন না হওয়ায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে গত ১লা অক্টোবর থেকে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার কার্যক্রম শুরু হয়। শুক্রবার ব্যাতিত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহতথাকে।

সরেজমিনে দেখা গেছে, টিকা ক্রার্যক্রমে দায়িত্বে থাকা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসি আক্তার ভায়াল থেকে শতাধিক টিকার ডোজ সিরিঞ্জে ভরে জমা করে রাখেন এবং সেই টিকাগুলো আখি বেগম ও রিপা বেগম শিক্ষার্থীদের শরীরে পুশ করছেন। ওই সময় এক শিক্ষার্থীর অভিভাবক সোহরাব হোসেন বাঁধা দিয়ে কার্যক্রম বন্ধ রাখার কথা বলায় টিকাদানকারীরা তার সাথে অশালিন আচরণ করেন।

বিষয়টি নিয়ে ইপিআই টেকনিসিয়ান মো: মঞ্জুরুল হক জানান, এভাবে রাখলে টিকার স্বাভাবিক গুনগত মান নষ্ট হয়ে যায়। ইতিমধ্যে টিকাগুলো পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। টিকা কেন্দ্রে দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসি আক্তার, আখি ও রিপা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইপিআই টিকা কার্যক্রমের কোন ধরনের অভিজ্ঞতা না থাকায় এ ঘটনা ঘটেছে। ইপিআই কার্যক্রম যারা পরিচালনা করেন তারা শুরু থেকেই ভায়াল থেকে টিকা সিরিঞ্জে ভরে জমা রেখে একের পর এক পুশ করেন বিধায় আমরাও একই নিয়ম পালন করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, সরকারি সম্পত্তি নস্ট করার অভিযোগে ঘটনার সাথে জড়িত নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল...

ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন কেন বন্ধ করল কাওয়াসাকি

দখিনের সময় ডেস্ক: ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি। বাজারে নিনজা ৫০০ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই আইকনিক নিনজা ৪০০-র যুগের অবসান...

গরমে লাউ খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: লাউ এমন একটি সবজি যা খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমাদের দেশের সুস্বাদু সব সবজির মধ্যে লাউ একটি।...

হাড় ভালো রাখে যেসব ভিটামিন

দখিনের সময় ডেস্ক: মজবুত হাড় বজায় রাখা সুস্থতার জন্য অপরিহার্য। বেশ কিছু ভিটামিন হাড়ের গঠন, ঘনত্ব এবং শক্তিতে সহায়তা করে হাড়ের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন...

Recent Comments