Home শীর্ষ খবর নিত্য পণ্যের ম্যূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ,  ৯৯৯ নম্বরে হাজারো ফোন

নিত্য পণ্যের ম্যূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ,  ৯৯৯ নম্বরে হাজারো ফোন

দখিনের সময় ডেস্ক:

নিত্য পন্যের মূল্য বৃদ্ধিকে অতিষ্ঠি সাধারণ মানুষ। পন্যের এত দাম- কী খাবেন, কোথায় যাবেন, কীভাবে চলবেন। ভেবেভেবে দিশেহারা মানুষ।  এর প্রতিকার কার কাছে চাইতে হবে তাও জানা নেই। এ অবস্থায় ৯৯৯ নম্বরে কল দিয়ে  ভোক্তারা জানতে চাচ্ছেন, ‘পণ্যের দাম কবে কমবে,!’ হাজারো ভোক্তা ফোন করে পণ্যের দাম-সংক্রান্ত প্রশ্ন করছেন।

অথচ ‘৯৯৯’নম্বর হচ্ছে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশি সেবা দেওয়ার জন্য।  ৯৯৯ সূত্রে জানা যায়, গত কয়েকদিনে তারা এধরনের হাজারো ফোন পেয়েছেন। যাদের অধিকাংশের প্রশ্ন ছিল- সবজির দাম কবে কমবে? রোজায় পণ্যের দাম কমবে নাকি বাড়বে? মশলার দাম কেন বাড়ছে? সয়াবিন তেলের দাম কত হবে? রোজায় চিনির দাম কি আরও বাড়বে?

জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার একটি সংবাদ মাধ্যমেকে বলেন, বর্তমানে দ্রব্যমূল্য সংক্রান্ত অনেক কল পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুধু চলতি বছরের জানুয়ারিতেই ৯৯৯ সেবার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ১ লাখ ২৭ হাজার ৩১০টি কল আসে। এসব কলের অধিকাংশই দ্রব্যমূল্য সংক্রান্ত। সেসব কলারকে আর্থিক সহায়তার জন্য জাতীয় কল সেন্টার ‘৩৩৩’-এ কল করতে বলা হয়।

৯৯৯ এদিকে, কয়েক মাস ধরে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন দেশের সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। জরুরি সেবার কল সেন্টারে এরই প্রতিফলন ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

Recent Comments