Home শীর্ষ খবর নিত্য পণ্যের ম্যূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ,  ৯৯৯ নম্বরে হাজারো ফোন

নিত্য পণ্যের ম্যূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ,  ৯৯৯ নম্বরে হাজারো ফোন

দখিনের সময় ডেস্ক:

নিত্য পন্যের মূল্য বৃদ্ধিকে অতিষ্ঠি সাধারণ মানুষ। পন্যের এত দাম- কী খাবেন, কোথায় যাবেন, কীভাবে চলবেন। ভেবেভেবে দিশেহারা মানুষ।  এর প্রতিকার কার কাছে চাইতে হবে তাও জানা নেই। এ অবস্থায় ৯৯৯ নম্বরে কল দিয়ে  ভোক্তারা জানতে চাচ্ছেন, ‘পণ্যের দাম কবে কমবে,!’ হাজারো ভোক্তা ফোন করে পণ্যের দাম-সংক্রান্ত প্রশ্ন করছেন।

অথচ ‘৯৯৯’নম্বর হচ্ছে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশি সেবা দেওয়ার জন্য।  ৯৯৯ সূত্রে জানা যায়, গত কয়েকদিনে তারা এধরনের হাজারো ফোন পেয়েছেন। যাদের অধিকাংশের প্রশ্ন ছিল- সবজির দাম কবে কমবে? রোজায় পণ্যের দাম কমবে নাকি বাড়বে? মশলার দাম কেন বাড়ছে? সয়াবিন তেলের দাম কত হবে? রোজায় চিনির দাম কি আরও বাড়বে?

জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার একটি সংবাদ মাধ্যমেকে বলেন, বর্তমানে দ্রব্যমূল্য সংক্রান্ত অনেক কল পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুধু চলতি বছরের জানুয়ারিতেই ৯৯৯ সেবার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ১ লাখ ২৭ হাজার ৩১০টি কল আসে। এসব কলের অধিকাংশই দ্রব্যমূল্য সংক্রান্ত। সেসব কলারকে আর্থিক সহায়তার জন্য জাতীয় কল সেন্টার ‘৩৩৩’-এ কল করতে বলা হয়।

৯৯৯ এদিকে, কয়েক মাস ধরে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন দেশের সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। জরুরি সেবার কল সেন্টারে এরই প্রতিফলন ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments