Home শীর্ষ খবর রাশিয়া-ইউক্রেন সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্থ হবে

রাশিয়া-ইউক্রেন সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্থ হবে

দখিনের সময় ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন সংকট ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছিল।  এদিকে ইউক্রেন সংকটের প্রভাব বিশ্বব্যাপী পড়তে শুরু করেছে। তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ইউক্রেন সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশও ভুক্তভোগী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।  তারা মনে করেন, ইউক্রেন ইস্যু যত চরমে পৌঁছবে বিশ্বরাজনীতিও ততটা চরমে পৌঁছবে।

ইউক্রেন পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,  এ বিষয়ে এখনো মন্তব্য করার সময় আসেনি। তবে এর কারণে জ্বালানিসহ অন্য পণ্যের দাম বাড়বে। এর প্রভাব শুধু বাংলাদেশ নয়, প্রায় সব দেশের ওপরই পড়বে।

সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মনে করেন, সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে। তিনি বলেন, ইউক্রেন ইস্যু যত চরমে পৌঁছবে বিশ্বরাজনীতিও ততটা চরমে পৌঁছবে।  শহীদুল হক বলেন ইউক্রেনের আমাদের দুশর মতো শিক্ষার্থী ছাড়াও অনেক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। আমাদের রেডিমেড গার্মেন্টসের বড় ক্রেতা ইউরোপ। এতে বড় প্রভাব পড়তে পারে। কোভিড পরবর্তী সময়ে যখন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এ যুদ্ধে সংকট আরও ঘনীভূত হবে। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক থাকার পাশাপাশি দেশে মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে তারা। রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আসবে, তখন রাশিয়াও তাদের প্রতি একই পদক্ষেপ নেবে। এতে বাংলাদেশ বিপদে পড়বে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বাধলে বাংলাদেশসহ দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়বে। রাশিয়া জ্বালানি পাইপলাইন বন্ধ করলে ইউরোপীয় ইউনিয়নকে বিকল্প জ্বালানির উৎস বের করতে হবে। ইউরোপ যদি মধ্যপ্রাচ্য থেকে তেল সংগ্রহ করে তাতে জ্বালানি সরবরাহের ওপর বাড়তি চাপ পড়বে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বাংলাদেশেও এর প্রভাব পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments