Home শীর্ষ খবর সুন্দরগঞ্জ ট্রাজেডি, ৯ বছরেও বিচার হয়নি ৪ পুলিশ হত্যার

সুন্দরগঞ্জ ট্রাজেডি, ৯ বছরেও বিচার হয়নি ৪ পুলিশ হত্যার

দখিনের সময় ডেস্ক:

গাইবান্ধা জেলার উপজেলা সুন্দরগঞ্জ ট্রাজেডির ৯ বছর আজ। মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ভাঙচুর ও তাণ্ডব চালানোর পর হত্যা করা হয় চার পুলিশকে। মামলার প্রধান আসামি জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ মূল পরিকল্পনাকারীরা এখনও পলাতক। বাকিরা রয়েছে জামিনে।

দেশজুড়ে আলোচিত এই ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অপরাধীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, আসামিরা প্রভাবশালী এবং নানা কারণে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা সম্ভব না হওয়ায় মামলাটির দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ভাঙচুর ও লুটপাট করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। কুপিয়ে হত্যা করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে। আহত হয় আরও ১৮ পুলিশ সদস্য। চার পুলিশ হত্যা মামলায় ২৩৫ জনকে আসামি করে মামলা করা হলেও এখনো এর বিচার হয়নি।

এদিকে বিভিন্ন সময় আসামি পক্ষের লোকজন ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ সাক্ষীদের। নিরাপত্তাহীনতার কথা বলছেন তারা। মামলার প্রধান সাক্ষী আল মাহাদী রাসেল বলেন, ‘আমরা যে মামলাটার সাক্ষী, আমরা ভীষণ নিরপিত্তাহীনতায় আছি। প্রশাসন থেকে শুরু করে আমরা কারও সহযোগীতা পাচ্ছিনা।‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments