Home আন্তর্জাতিক পাকিস্তানে জুমার নামাজে ভয়াবহ বোমা হামলা, নিহত ৩০, আহত ৮০

পাকিস্তানে জুমার নামাজে ভয়াবহ বোমা হামলা, নিহত ৩০, আহত ৮০

দখিনের সময় ডেস্ক:

পাকিস্তানে পেশোয়ারে মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্ত ৩০ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ‍শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের লেডি রিডিং হসপিটালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কেউ জড়িত থাকার দাবি করেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করছে স্থানীয় পুলিশ। শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নামাজ পড়ার উদ্দেশে মসজিদে প্রবেশের মূহূর্তেই শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। চোখ খুলে তিনি চারিদিকে ধুলা এবং মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

পেশোয়ার শহরের পুলিশ কর্মকর্তা ইয়াজ আহসান জানান, একজন পুলিশ কর্মকর্তাও বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, শহরের একটি মসজিদে দুই হামলাকারী প্রবেশের চেষ্টা করেছিল। তারা দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিতে একজন কর্মকর্তা নিহত হয় এবং আরেকজন গুরুতর আহত হয়। এ সময় মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে ইমরান আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, ৩০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তিনি আরও জানান, হাসপাতালে রেড এলার্ট জারি করা হয়েছে। এ ছাড়া, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতাল থেকে চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments