Home আন্তর্জাতিক ঝুলছে গেলো আমেরিকার ভোটের ফল, সময় লাগতে পারে সপ্তাহ খানেক

ঝুলছে গেলো আমেরিকার ভোটের ফল, সময় লাগতে পারে সপ্তাহ খানেক

দখিনের সময় ডেক্স:

যেখানে শেষ হয়েছিল সেখানেই ঝুলে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের ফল। ২৬৪-২১৪ ইলেকটোরাল ভোটের পরিসংখ্যান থেমে আছে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার কারণে। পাঁচ রাজ্যে এখনও চলছে ভোট গণনা। বিশ্লেষকরা ধারণা করছেন, নির্বাচন ফল পেতে লেগে যেতে পারে সপ্তাহ খানেক।

পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, নেভাদা এবং আলাস্কার রাজ্যে জয় পেতে ট্রাম্পকে অর্জন করতে হবে সবগুলোর ভোট। অপরদিকে প্রেসিডেন্টের আসনে বসতে বাইডেনকে পেতে হবে ৬ ভোট। একটি রাজ্যে এগিয়ে আছেন এ ডেমোক্র্যাট প্রার্থী, আরেকটিতে এগিয়ে এসেছেন। ব্যবধান এতটাই কম যে, যে কেউ জয়ী হতে পারেন।

নেভাদায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের সম্ভাবনা খুবই প্রবল। এমনকি জর্জিয়ায় যে কোনো মূহুর্তে এ রাজ্যে জয় পেতে পারেন তিনি। ইমেইল বা ডাকযোগের হাজার হাজার ভোট বাদ পড়ে গেছে সময়ের কারণে। ভোটের সময় শেষ হওয়ায় পড়া ভোট গুলোর গণনা হবে না। সে ক্ষেত্রে এগিয়ে থাকলেও ৪ রাজ্যে পিছিয়েও পড়তে পারেন ট্রাম্প। কিন্তু তিনি ভোট গণনা বন্ধে যে মামলা করেছেন, সে কারণে ভোটের ফলাফল জানায় সময় গড়াতে পারে ২-৩ সপ্তাহ পর্যন্ত।

জো বাইডেন অ্যারিজোনায় ডোনাল্ড ট্রাম্প থেকে প্রায় ৬৫ হাজার ভোটে এগিয়ে আছেন। গত বুধবার শেষ মুহূর্তে এসে ২০ ইলেকটোরাল ভোটের পেনসিলভানিয়ায় লড়াই জমে উঠেছে। ৯৩ শতাংশ ভোট গণনা হয়েছে এ রাজ্যে। বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৮ শতাংশ ও ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট। অথচ দুজনের ভোটের ব্যবধান এক সময় ছিল প্রায় ১ লাখ ৩২ হাজার। এখানকার ডাকযোগে আসা কয়েক লাখ ভোট এখনো গণনার বাইরে রয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

মার্কিন গণমাধ্যমগুলোর খবরে আবছাভাবে বোঝা যাচ্ছে পরিবর্তন হতে যাচ্ছে মার্কিন কর্তা। তবে সেখানকার ভোট নিয়ে আগাম চিন্তা কিছুটা কঠিন। নেভাদায় জয় পেলে নতুন প্রেসিডেন্ট হবেন বাইডেন। প্রেসিডেন্ট পদ ধরে রাখতে ট্রাম্পের জয় করতে হবে ৫ রাজ্যের সবগুলো। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে প্রাপ্ত খবরে বোঝা যাচ্ছে, খুব সহজে ফল পাওয়া যাবে না। কারণ, ট্রাম্পের মামলার কারণে ভোট গণনা স্তিমিত হয়ে গেছে। দেশটির নির্বাচন বিস্লেষকরা মনে করছেন, সবগুলো ভোট সুষ্ঠুভাবে গণনা শেষ হয়ে জয় পেতে পারেন বাইডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments