Home শীর্ষ খবর জ্বালানী তেল আমদানি নিয়ে সংকট, এখনই দাম বৃদ্ধির ভাবনা নেই সরকারের

জ্বালানী তেল আমদানি নিয়ে সংকট, এখনই দাম বৃদ্ধির ভাবনা নেই সরকারের

দখিনের সময় ডেস্ক:

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে আমদানিনির্ভর জ্বালানি তেল সংগ্রহ এবং সরবরাহ স্বাভাবিক রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের জ্বালানি খাতে এর ভয়াবহ প্রভাব পড়বে। সর্বশেষ হিসাব অনুযায়ী দেখা যায় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ১৫৬ দশমিক ৫৬ টাকা।

রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেল আমদানি এবং দেশে সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সরকারের ভর্তুকি দেওয়ার পরও আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের বিক্রিতে প্রতিদিন অন্তত ৬৫ কোটি টাকা লোকসান গুনছে সংস্থাটি। ফলে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজার থেকে তেল সংগ্রহ বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে।

দৈনিক দখিনের সময় এর প্রতিনিধির (বামে) মুখোমুখি বিপিসি চেয়ারম্যান নাজমূল আহসান (ডানে)

সম্ভাব্য সংকটের বিষয়ে বিপিসি চেয়ারম্যান নাজমূল আহসান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ বাজারে ভর্তুকি বাড়ছে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। তবে এই মুহূর্তে জ্বালানী তেলের দাম বাড়িয়ে ভর্তুকি সমন্বয়ের কোনো ভাবনা সরকারের নেই বলে জানান বিপিসি চেয়ারম্যান নাজমূল আহসান। বিপিসির চেয়ারম্যান নাজমূল আহসান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় প্রতিদিন ৬৫ কোটি টাকা লোকসান করছে বিপিসি।

এদিকে বিপিসির এক কর্মকর্তারা জানান, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে ডিজেলে লিটারপ্রতি ২০ টাকা এবং ফার্নেস অয়েলে লিটারপ্রতি ১১ টাকা লোকসান হচ্ছে। এভাবে চললে প্রতি মাসে প্রায় দুই হাজার কোটি টাকা লোকসান হবে, যা বছর শেষে ২৪ হাজার কোটি টাকায় ঠেকবে। অবশ্য এই হিসাব নিশ্চিত করে বলা যায় না। তেলের দাম আরও বাড়বে বা কমবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

বরগুনায় সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

দখিনের সময় ডেস্ক: সম্প্রতি বরগুনা জেলার পাথরঘাটায় সংবাদ প্রকাশের কারণে  আলাদা ভাবে ৭ জন সাংবাদিকের বিরুদ্ধে  সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা  ও  পিরোজপুর জেলার মঠবাড়িয়া...

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, ৬ পদে নেবে ১০৩ জন

দখিনের সময় ডেস্ক: অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল-২২, ঢাকা এর অধীনে গ্রেড- ১৩ হতে গ্রেড ২০ পর্যন্ত...

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় জেল আতংকে ট্রাম্প

দখিনের সময় ডেস্ক: সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে...

Recent Comments