Home শিক্ষা বিভাগীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ববি শিক্ষার্থী, স্বপ্ন জাতীয় দল

বিভাগীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ববি শিক্ষার্থী, স্বপ্ন জাতীয় দল

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিভাগীয় ফুটবল দলে ডাক পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী কাজী সালমান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভাগীয় দলে ডাক পাওয়ার ঘটনা এই প্রথম।

কাজী সালমান এর আগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হয়ে ফুটবল ও ভলিবল টুর্নামেণ্টে একাধিক পুরষ্কার এনে দিয়েছেন। খেলছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল একাদশের স্থায়ী স্ট্রাইকার হিসেবে। এছাড়া তিনি বরিশাল জেলা ভলিবল টিমে ২০১৯ সালে ডাক পেয়েছিলেন।

কাজী সালমান আশা রাখছেন বিভাগীয় টিমে সাফল্যের ঝলক দেখিয়ে একদিন জাতীয় ফুটবল টিমে নিজের জায়গা করে নিবেন। মূলত বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল দল থেকেই তার উত্থান। ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে বাংলা বিভাগের হয়ে অসাধারণ খেলে শিরোপা জয় করে বিশ্ববিদ্যালয়ের ফুটবল প্রিয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু পরিণত হন তিনি। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট।

বিষয়টি জানতে পেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও তাৎক্ষণিক ডেকে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়া বিভাগীয় টিমের আসন্ন লীগে খেলে আসার পর বড় তার এই সাফল্যের জন্য বড় পুরষ্কারেও ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে কাজী সালমান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে বিভাগীয় ফুটবল টিমে ডাক পেয়েছি যা আমার জন্য অত্যান্ত আনন্দের। এর আগে ২০১৯ সালে আমি বরিশাল জেলা ভলিবল টিমেও খেলার আমন্ত্রণ পেয়েছিলাম। সকলের দোয়া ও আমার বেস্ট সার্ভিস দিতে পারলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই জাতীয় দলেও জায়গা করে নিতে পারবো বলে আশা রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments