দখিনের সময় ডেস্ক:সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোণার কেন্দুয়ায় জন্ম গ্রহণ করেন। দেশের ৬ষ্ঠ প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়ার আগেও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর থেকে অনেকটা নীরবে নিভৃতে সময় কেটেছে সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের। ছিলেন অনেকটা লোকচক্ষুর আড়ালে। গুলশানের বাড়িতে থাকতেন। বাসা থেকে বেরও হতেন না। গুরুতর অসুস্থ হওয়ায় সাহাবুদ্দীন আহমদকে ফেব্রুয়ারির মাঝামাঝি সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তিনি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।