Home নির্বাচিত খবর মুক্তিযুদ্ধের ইতিহাস জানার শর্তে ঘরে ফিরল ৭০ শিশু, ব্যতিক্রমী রায়

মুক্তিযুদ্ধের ইতিহাস জানার শর্তে ঘরে ফিরল ৭০ শিশু, ব্যতিক্রমী রায়

দখিনের সময় ডেস্ক:

জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জে পৃথক ৫০ মামলায় ‘লঘু অপরাধে’ অভিযুক্ত ৭০ শিশুকে কারাগারে না পাঠিয়ে ৯টি শর্তে সংশোধনের জন্য পরিবারের জিম্মায় দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন ব্যতিক্রমী এ রায় দেন।

সুনামগঞ্জ শিশু ও মানবপাচার আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, এক বছরের প্রবেশনকালীন সময়ে শিশুদের ৯টি শর্ত পালন করতে হবে। শর্ত পালনের বিষয়টি তত্ত্বাবধান করবেন জেলা প্রবেশন কর্মকর্তা মো. শফিউর রহমান। রায় ঘোষণার পর আদালতের কর্মীরা প্রত্যেক শিশুর হাতে বাংলাদেশের পতাকা, ফুল ও একটি করে ডায়েরি তুলে দেন। এ সময় শিশুদের মা-বাবা ও স্বজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ৫০টি পৃথক মামলায় ৭০ শিশুকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জড়ানো হয়েছিল। যার কারণে এসব শিশুকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হতো। ফলে শিশুদের ভবিষ্যত ও শিক্ষাজীবন ব্যাহত হচ্ছিল। তাই ৯টি শর্তে শিশুদের এসব অসুবিধা থেকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সব মামলা নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।

রায়ে প্রবেশনকালীন সময়ে শিশুদের যেসব শর্ত পালনের কথা আদালত উল্লেখ করছেন সেগুলো হলো, শিশুদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি প্রতিদিন কিছু ভালো কাজ করা এবং ডায়েরিতে তা লিখে রাখা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা, সবার সঙ্গে সদ্ভাব ও ভালো ব্যবহার করা, বাবা-মাসহ গুরুজনদের আদেশ-নির্দেশ মেনে চলা এবং তাদের সেবা-যতœ ও কাজেকর্মে সাহায্য করা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ এবং ধর্মকর্ম পালন করা, প্রত্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকা এবং ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানো।

জেলা প্রবেশন কর্মকর্তা সফিউর রহমান বলেন, শিশুরা আদালতের শর্ত ঠিকমতো প্রতিপালন করছে কিনা, তা আমি দেখব। তিন মাস পরপর আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে। প্রবেশনের মেয়াদ শেষ হলে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। একটি মামলার আসামিপক্ষের আইনজীবী রোকেস লেইস বলেন, এ রায়ের ফলে শিশুরা সংশোধনের সুযোগ পাবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments