Home অন্যান্য নির্বাচিত খবর অন্যরকম দৃষ্টান্ত সোহেল চৌধুরী-দিতির দুই সন্তান

অন্যরকম দৃষ্টান্ত সোহেল চৌধুরী-দিতির দুই সন্তান

বিশেষ প্রতিনিধি:

অন্যরকম দৃষ্টান্ত হয়ে আছেন সোহেল চৌধুরী ও দিতির দুই সন্তান। মা বাবার বিবাহ বিচ্ছেদ, ঘাতকের গুলীতে বাবার মৃত্যু, ক্যান্সারে আক্রান্ত হয়ে মা চলেগেছেন না ফেরার দেশে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় অনাথ দুই সন্তান ভেসে যাবার  কথা ছিলো। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং সোহেল চৌধুরী ও দিতির দুই সন্তানই বিদেশে উচ্চ শিক্ষা লাখ করেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন নিজনিজ জীবনে।

১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে একইসঙ্গে সিনেমা জগতে পথচলা শুরু করেছিলেন সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতি। পরবর্তীতে তারা জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেন। সেই সূত্রেই মন দেওয়া-নেওয়া এবং ১৯৮৬ সালে বিয়ে। এক বছর বাদেই অর্থাৎ, ১৯৮৭ সালে সোহেল-দিতি দম্পতির সংসার আলো করে আসেন তাদের প্রথম সন্তান লামিয়া চৌধুরী। এর দুই বছরের মাথায় ১৯৮৯ সালে জন্ম হয় ছেলে শাফায়েত চৌধুরী দীপ্তর। কিন্তু নব্বই দশকের মাঝামাঝি সময়ে দিতি ও সোহেল চৌধুরীর বিচ্ছেদ ঘটে। প্রথম ঝড়টা তখনই আসে দুই সন্তান লামিয়া ও দীপ্তর জীবনে।

এরপর যে আরও একটি বড় ঝড় অপেক্ষা করছিল, তা হয়তো তারা স্বপ্নেও ভাবেননি। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তখনকার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। বাবাকে হারিয়ে দুই সন্তানেরই ঠাঁয় হয় মা দিতির কাছে। কিন্তু আরেকটি ঝড় এসে নিয়ে যায় তাদের মা-কেও।

মরণব্যাধি ক্যান্সারে ভুগে ২০১৬ সালের ২০ মার্চ বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা দিতি। মা-বাবা দুজনকেই হারিয়ে তখন এতিম হয়ে যান দুই সন্তান লামিয়া এবং দীপ্ত।  তারা দুই জনই  নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে সঠিক পথেই এগোচ্ছেন। বড় সন্তান লামিয়া চৌধুরী কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে এখন ঢাকাতেই থাকেন। নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।

মা দিতির মৃত্যুর পর ২০১৬ সালে তার ইচ্ছা অনুযায়ী ‘দুই পুতুল’ নামে একটি নাটকও নির্মাণ করেন লামিয়া। যদিও এরপর আর ক্যামেরার পেছনে তাকে সেভাবে দেখা যায়নি। নির্মাণের পাশাপাশি লামিয়া বর্তমানে ফেসবুকে একটি পেইজ খুলে ফাস্টফুড জাতীয় খাবার সরবরাহ কার্যক্রম পরিচালনা করেন।

অন্যদিকে, সোহেল-দিতির ছেলে দীপ্ত চৌধুরীও বোনের মতো কানাডায় পড়াশোনা করেছেন। সেখানকার রিয়ারসন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে তিনি বর্তমানে নেদাল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানে চাকরি করছেন। গত বছর নেদারল্যান্ডসের এক তরুণীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন দীপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments