নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সিআরসি শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে।
শনিবার (১৬ এপ্রিল) জেলার মান্দারতলার গুচ্ছগ্রামে সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের মাঝে ইফতারি বিতরণের আয়োজন করে সিআরসি (Come for Road Child)।
এ বিষয় সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান বলেন, আলহামদুলিল্লাহ প্রতিবারের মত এবারও প্রায় ২২০-২৩০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সি.আর.সি উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। এবার আমরা মান্দারতলার গুচ্ছগ্রামের শিশুদের সাথে ইফতার করছি।
তিনি আরো বলেন, “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত ” এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে মানুষের সেবার নিয়োজিত করতে চাই। সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন আর সুবিধাবঞ্চিত না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করবো।