Home অন্যান্য নির্বাচিত খবর ঘোষণা করা হয় বরিশাল স্বাধীন সচিবালয়ের কর্মকর্তাদের নাম

ঘোষণা করা হয় বরিশাল স্বাধীন সচিবালয়ের কর্মকর্তাদের নাম

পুলিশ লাইন্স থেকে অস্ত্র নিয়ে আসার ৪/৫ ঘন্টা পর ২৬ মার্চ সকাল দশটায় বসে বরিশালে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জরুরী সভা। নির্ধারিত সময়ের আগেই সভা শুরু হয়েছিলো। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক খান। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
বরিশাল নেতৃত্বের জরুরী সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে দক্ষিলাঞ্চলের ‘স্বাধীনতা ঘোষণা’ করা হয়। এ এলাকার মধ্যে ছিলো বরিশালের বর্তমান ছয় জেলা এবং খুলনা ও ফরিদপুরের কিছু অংশ। একই বৈঠকে ঘোষণা করা হয় বরিশাল স্বাধীন সচিবালয়ের কর্মকর্তাদের নাম। কার্যালয় হিসেবে নির্ধারিত হয় সদর গার্লস স্কুল ভবন। আর সামরিক দফতরের জন্য বাছাই করা হয় কাছাকাছি অবস্থিত বরিশাল মহিলা কলেজ।

মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বরিশাল সচিবালয়ের কর্মকর্তারা হলেন: নূরুল ইসলাম মঞ্জুর, বেসামরিক বিভাগ; মেজর জলিল, সামরিক বিভাগ; হাসান ইমাম চৌধুরী, সিভিল ডিফেন্স; আবদুল মালেক খান, অর্থ বিভাগ; মহিউদ্দিন আহমেদ, খাদ্য বিভাগ; আমিনুল হক চৌধুরী, আইন ও বিচার বিভাগ; আমির হোসেন আমু, ত্রাণ ও পূনর্বাসন বিভাগ; এম শামসুল হক, জ্বালানী বিভাগ, ইউসুফ হোসেন হুমায়ুন, তথ্য ও প্রচার বিভাগ; সর্দার জালাল উদ্দিন, যোগাযোগ বিভাগ, ডা. রহমত আলী, স্বাস্থ্য বিভাগ এবং আবদুল বারেক, স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান।
বরিশাল সচিবালয়ের প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত হন হেমায়েত উদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদে ছিলেন, আবদুর রব সেরনিয়াবাত, সালাউদ্দিন কায়সার, ডা. আজহার উদ্দিন আহমেদ, আবদুল বারেক, আবদুল করিম সর্দার, কাজেম আলী মিয়া ও এডভোকেট সুধীর চক্রবর্তী।
কন্ট্রোল রুমের দায়িত্ব দেয়া হয় মাকসুদ আলম খানকে। সচিবালয় গঠনের খবর প্রচারের দায়িত্ব পান পুলিশ লাইন্সের ওয়ারলেস বিভাগের সদস্যরা। বরিশাল সচিবালয় গঠন ও দায়িত্ব বন্টন সম্পন্ন হবার খবর পেয়ে বাইরে অপেক্ষমান ছাত্র-জনতা উল্লাসে ফেটে পড়ে। বের হয় বিশাল এক মিছিল। ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের অংশগ্রহণে এ মিছিল বগুরা রোড থেকে শুরু হয়ে শেষ হয় সদর রোডের মহাত্মা অশ্বিনীকুমার টাউন হল চত্বরে গিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আধাঘণ্টায় ৫০ হাজার ইলেকট্রিক গাড়ির অর্ডার পেল শাওমি

দখিনের সময় ডেস্ক: নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আর...

‘স্পেস স্যুট’ ছাড়া মহাকাশে কতক্ষণ বাঁচবেন নভোচারীরা?

দখিনের সময় ডেস্ক: ভীষণ কঠিন একটি কাজ মহাকাশ ভ্রমণ। যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন, তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়। পৃথিবীর বাইরের এমন...

মোবাইল ফোন চার্জের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

দখিনের সময় ডেস্ক: মোবাইল ফোনের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ বা আগুন ধরার কারণে প্রায়ই প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের ঘটনা...

গরমে পুদিনা ভেজানো পানি খাওয়ার উপকারিতা

দখিনের সময় ডেস্ক: গরমে সবার প্রাণই হাঁসফাঁস। কী করলে একটু স্বস্তি পাওয়া যাবে সেই প্রচেষ্টাই সবার। এমন গরমে শরীর ও মন ঠান্ডা রাখে এমন খাবারই...

Recent Comments