Home বরিশাল বরিশালে বাটা শোরুমকে ৩০ হাজার টাকা জরিমানা

বরিশালে বাটা শোরুমকে ৩০ হাজার টাকা জরিমানা

দখিনের সময় ডেস্ক

রিশাল নগরীর চকবাজার এলাকার জুতা কোম্পানি বাটা শোরুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য নির্ধারণ ট্যাগের ওপর স্টিকার (প্রাইস ট্যাগ) পরিবর্তন করে আসল মূল্যের থেকে  ১০০ টাকা দাম বাড়িয়ে পণ্য বিক্রি করায় এ জরিমানা করা হয়।

সেই সঙ্গে যে ক্রেতা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে এ অভিযোগটি দিয়েছেন, তাকে নিয়মানুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ সাড়ে ৭ সাত হাজার টাকা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এ অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, বাটা শোরুম থেকে প্রবীর কুমার দাস নামে একজন ক্রেতা একটি স্যান্ডেল কেনেন। তিনি সেটি ক্রয় করেন ৯৯০ টাকায়, তবে বাসায় গিয়ে দেখতে পান মূল্য নির্ধারণ ট্যাগের ওপর দুটি স্টিকার লাগানো রয়েছে। ওপরের স্টিকারটিতে ৯৯০ টাকা মূল্য লেখা থাকলেও সেটি উঠিয়ে নিচের স্টিকারে ৮৯০ টাকা লেখা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক তিনি লিখিত আকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় দেন।

তিনি জানান, শোরুমটিতে পরে অভিযানে গিয়ে একইরকম আরো কিছু পণ্যের মূল্য নির্ধারণ ট্যাগের ওপর স্টিকার পরিবর্তনের বিষয়টি লক্ষ‌্য করা যায়। পরে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মির্জা ফরহাদ বেগ বিষয়টি তাদের ভুল হিসেবে শিকার করে নিলে শোরুমটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মানুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ সাড়ে সাত সাত হাজার টাকা ক্রেতাকে দেওয়া হয়।

ক্রেতা প্রবীর কুমার দাস জানান, বাটার মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে এমনটা হবে আশা করিনি। তবে তাদেরসহ ক্রেতাদের সচেতন করার তাগিদ থেকেই তিনি ভোক্তায় অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

Recent Comments