Home আন্তর্জাতিক ইসলামাবাদে সমাবেশের জন্য সমর্থকদের প্রস্তুত থাকতে বললেন ইমরান

ইসলামাবাদে সমাবেশের জন্য সমর্থকদের প্রস্তুত থাকতে বললেন ইমরান

দখিনের সময় ডেস্ক:

রাজধানী ইসলামাবাদে সমাবেশের জন্য নেতাকর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন দলের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আরও একবার দলের শক্তির প্রদর্শন করল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার লাহোরের গ্রেটার ইকবাল পার্কে পিটিআইয়ের বহুল আলোচিত সমাবেশে নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠসহ হাজারো মানুষ অংশ নেন। তারা স্লোগান দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থন জানান। এ সময় তারা বিদেশি প্রভুদের ছড়ি ঘোরানোর প্রতিবাদ এবং সার্বভৌমত্ব ও আত্মসম্মানবোধের প্রতি সমর্থন জানান।

সমাবেশে নতুন সরকারের বিষয়ে ইমরান বলেন, আমরা কখনো এই আমদানি করা সরকারকে মেনে নেব না। বিরোধীদলের কর্মী-সমর্থকসহ যারা ‘বিদেশি প্রভুদের দাসত্ব থেকে মুক্তি’ চান, তাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই। ইসলামাবাদে আসতে তার ডাকের জন্য অপেক্ষা করতে বলেন ইমরান।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও পুলিশের প্রতি সম্মান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি কোনো সংঘাত চান না।  কিন্তু স্বাধীনতা আন্দোলন আরও জোরদার হবে। প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে নতুন নির্বাচনের ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকবেন। সমাবেশে উপস্থিত জনতাকে এ শপথ করান তিনি।

জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। অনাস্থা প্রস্তাবের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন এবং একের পর এক সমাবেশ করছে পিটিআই। দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

নতুন নির্বাচন কমিশনের শপথ রোববার

দখিনের সময় ডেস্ক: নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার  শপথ নেবেন রোববার। এদিন বেলা দেড়টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান...

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

Recent Comments