Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি আসামির স্ত্রীর বটির কোপে এএসআই আহত

আসামির স্ত্রীর বটির কোপে এএসআই আহত

দখিনের সময় ডেস্ক:

বরিশালে বা‌কেরগ‌ঞ্জে আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের এএসআই হামলার শিকার হয়েছেন। আহত এএসআই কৃষ্ণকান্ত মিত্র জানিয়েছেন, আসামির স্ত্রী তাকে বটি দিয়ে কুপিয়ে আহত করেছেন। সোমবার রাতে বা‌কেরগঞ্জ উপ‌জেলার ফ‌রিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত এএসআই কৃষ্ণকান্ত মিত্রকে হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে আসামিসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত এএসআই কৃষ্ণ জানান, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে রনি হত্যা মামলার আসামি মনিরকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। তিনি বলেন, ৫ জনের একটি দল মনিরের বাড়িতে পৌঁছানো মাত্র মনিরের স্ত্রী কুলসুম বেগম বটি এনে আমার মাথায় কোপ দিলে আমি মেঝেতে পড়ে যাই। পরে অন্যান্য সহযোগী পুলিশ কুলসুম বেগম ও মনিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তারেক হাসান জানান, গত ১৯ এপ্রিল রাত ১২টার দিকে ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় মামুনের সহযোগীরা রনি মোল্লা ও তার দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এই ঘটনায় প্রধান আসামি মামুনের বাড়িতেও অভিযান চালায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল জেলা পুলিশ সুদীপ্ত সরকার বলেন, গুরুতর অবস্থায় এ এস আই কৃষ্ণকে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অপারেশন হয়। পরে তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। তবে ডাক্তার জানিয়েছে এখন তিনি মোটামুটি বিপদমুক্ত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিগ বসের সেই আবদুর বাগদান সম্পন্ন, মুখ দেখাননি পাত্রীর

দখিনের সময় ডেস্ক: বিগ বস ১৬-এর খুদে তারকা আবদু রোজিক তার বাগদান অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। এতে দেখা গিয়েছে, আবদু এক তরুণীকে আংটি পরাচ্ছেন। যদিও...

মাঠের পুলিশের এখন অনেক কেবলা

আমলাতন্ত্র বলতে সাধারণত প্রশাসন ক্যাডার বোঝায়। আর বৃহত্তর পরিসরে পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতের ক্যাডারদের অন্তর্ভুক্ত করলে আমলাতন্ত্রের লটবহর বিশাল! যাদের হাতে অপরিসীম...

ছবির গেলো সব কুল

দখিনের সময় রিপোর্ট: উপজেলা নির্বাাচনের প্রথম ধাপে বরিশাল সদরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তিন যে চারজনকে পরাজিত করেছেন তাদের মধ্যে সবচেয়ে...

উপজেলায় ভাতিজার জোরে চাচা পাস, প্রশ্নবিদ্ধ সংসদ নির্বাচন

দখিনের সময় রিপোর্ট: বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তিনি পেয়েছেন ১৯ হাজার ৮০৭ ভোট। এই স্কুল শিক্ষকের সঙ্গে...

Recent Comments