Home আন্তর্জাতিক আবারো করোনা মহামারির কেন্দ্রস্থল ইউরোপ, ভারতে রাত্রিকালীন কারফিউ

আবারো করোনা মহামারির কেন্দ্রস্থল ইউরোপ, ভারতে রাত্রিকালীন কারফিউ

দখিনের সময় ডেক্স:

আবারো মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ইউরোপ। আগামী ছয় মাস ইউরোপের জন্য কঠিন সময় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছে ২৯ হাজারের বেশি ইউরোপিয়ান। বিশ্বে একদিনে প্রাণ হারিয়েছে সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই দুই হাজারের বেশি। করোনা সংক্রমণ বাড়তে থাকায় শনিবার থেকে ক্যালিফোর্নিয়ায় রাতে কারফিউ দেয়ার ঘোষণা করা হয়েছে।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩ হাজারের বেশি। আর এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত ছাড়ালো ২০ লাখ। সংক্রমণ রোধে ভারতের আহমেদাবাদে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এই নির্দেশনা কার্যকর হবে। করোনায় ভারতে মৃত্যু এক লাখ ৩২ হাজারের বেশি। শনাক্ত ছাড়িয়েছে ৯০ লাখ।

করোনা রোধে ভারতে রাত্রিকালীন কারফিউ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের আহমেদাবাদে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এই নির্দেশনা কার্যকর হয়েছে। দিওয়ালি উৎসবের পর থেকে ভারতের বিভিন্ন এলাকায় সংক্রমণ বেড়েছে।

এদিকে রাজধানী দিল্লিতে মাস্ক না পরলে নূন্যতম ৫শ ও সর্বোচ্চ ২ হাজার রুপি জরিমানার বিধান রেখে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বিনামূল্যে নাগরিকদের মধ্যে মাস্কও সরবরাহ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দিল্লিতে দৈনিক সংক্রমণ ৭ হাজার ৪৮৬-তে পৌঁছেছে। ওই দিন ১৩১ জনের মত্যু হয়েছে, যা রেকর্ড। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশি; আর মৃতের সংখ্যা ৭ হাজার ৯৪৩।

 জরিমানা ও রাত্রিকালীন কারফিউর সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা।  জরিমানার অঙ্ক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে মাস্ক বিতরণের আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ চলছে। এই মৌসুমে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। নভেম্বরের শুরু থেকে প্রতি সপ্তাহে আগের রেকর্ড ভাঙছে। এখন পর্যন্ত কোভিড- ১৯ সংক্রমণে মৃত্য প্রায় ১ লাখ ৩২ হাজার। এই ভাইরাসে শণাক্ত হয়েছে প্রায় ৯০ লাখ মানুষ। উল্লেখ্য, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments