Home জাতীয় 'ঈদে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব'- র‍্যাব মহাপরিচালক

‘ঈদে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব’- র‍্যাব মহাপরিচালক

দখিনের সময় ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সারাদেশে র‌্যাব টহল বাড়িয়েছে। ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, হুমকি, গুজব মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব।’  তিনি বলেন, জাতীয় ঈদগাহসহ সারাদেশে ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র‌্যাব। এ লক্ষ্যে র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় তৈরি করা হয়েছে স্পেশাল টিম। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। জরুরি ভিত্তিতে সেবা দিতে হেলিকপ্টারের ব্যবস্থাও রয়েছে।

রবিবার দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে র‌্যাব ডিজি এসব কথা বলেন। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতে কোনো ধরনের হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা শহরের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদে বাড়ি যাওয়ার আগে সবাই খেয়াল রাখবেন, ঠিকমতো নিজ বাসায় তালা দিয়েছেন কি না।’ ঈদকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নারীদের যৌন হয়রানি বন্ধে র‌্যাব সচেষ্ট রয়েছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কেউ হেনেস্তার শিকার হলে দ্রুত আমাদের জানাবেন। এজন্য র‌্যাবের হটলাইন নম্বর-০১৭৭৭৭২০০২৯ চালু থাকবে। যে কেউ এ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পাকিস্তানে বন্ধ টুইটার, কারণ জানাল সরকার

দখিনের সময় ডেস্ক: জাতীয় নিরাপত্তার স্বার্থে চলিত বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমানে এক্স) বন্ধ রয়েছে। মূলত দেশেটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল...

আবার চালু হচ্ছে আইএসপি লাইসেন্স আবেদন

দখিনের সময় ডেস্ক: দেড় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা (আইএসপি) সরবরাহের লাইসেন্স প্রাপ্তির আবেদন কার্যক্রম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)...

ফোন পানিতে পড়ে গেলে করণীয়

দখিনের সময় ডেস্ক: দৈনন্দিন জীবনে অনেকেই স্মার্টফোনের ওপর নির্ভরশীল। বিভিন্ন কাজে আমরা ফোনের প্রয়োজনীয়তা অনুভব করি। তবে একটু অসতর্ক থাকলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।...

গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?

দখিনের সময় ডেস্ক: গরমে দিনের বেলায় কয়েকবার পর্যন্ত গোসল করতে হচ্ছে। শরীরকে ঠান্ডা রাখার জন্য মাঝেমধ্যে ঘাড়ে-মাথায় পানি দিচ্ছেন অনেকে। এতে শরীরে স্বস্তি মিলছে। কিন্তু...

Recent Comments