Home নির্বাচিত খবর ‘আ.লীগের প্রতিরোধে’ ঈদে বাড়ি যাননি জহির উদ্দিন স্বপন

‘আ.লীগের প্রতিরোধে’ ঈদে বাড়ি যাননি জহির উদ্দিন স্বপন

দখিনের সময় ডেস্ক:

বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে এবারের ঈদে বিএনপি নেতা এম জহির উদ্দিন স্বপন গ্রামের বাড়িতে যেতে পারেননি বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার সরিকল বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী সমাবেশ করে তাকে প্রতিরোধের ঘোষণা দেন। এরপর সংঘর্ষ এড়াতে তিনি গ্রামে যাওয়ার কর্মসূচি বাতিল করেন।

বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এম জহির উদ্দিন স্বপন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার বাড়িতে যাওয়ার কথা ছিল। ঈদের দিন নিজ গ্রাম সরিকলে ঈদের নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করে ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বরিশাল ফেরার কথা ছিল। কিন্তু রোববার রাতে সরিকল বাজারে আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী মহড়া দিয়ে তাকে গ্রামে যাতে বাধা ও প্রতিরোধের কর্মসূচি গ্রহণ করেছেন। তাই সহিংসতা এড়াতে তিনি বাড়িতে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন।

সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করতে আমাদের নেতাকে বাড়িতে আসতে বাধা দেয়া হয়। সন্ত্রাসী দিয়ে বিএনপির নেতাকর্মীসহ জনমনে আতংক সৃষ্টি করা এটা কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ সম্পর্কে কেউ আমাকে কিছু অবহিত করেনি। মহড়া ও সমাবেশ হয়েছে কি না আমার জানা নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments