Home বিশেষ প্রতিবেদন শৃগালের সতর্কতায় অগ্রসর হয় হানাদারবাহিনী

শৃগালের সতর্কতায় অগ্রসর হয় হানাদারবাহিনী

একদিকে চলছে পাকবাহিনীর মুহুমুহু গোলা বর্ষণ, অপর দিকে বরিশাল শহর ছেড়ে মানুষ ছুটছে রুদ্ধশ্বাসে। সন্ধ্যার দিকে সর্বোচ্চ সতর্কতায় ধীরলয়ে শহরের দিকে অগ্রসর হতে থাকে হানাদারবাহিনী। এর আগে বেলা একটার দিকে প্রতিটি প্রতিরোধ কেন্দ্র থেকে মুক্তিবাহিনী পিছু হটতে শুরু করে। ফলে বেলা দুইটার মধ্যেই বরিশালে প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে।
মুক্তিযোদ্ধাদের শহর থেকে পাকবাহিনী অবস্থান ছিলো তিন থেকে চার মাইল দূরে। এ হিসেবে ধীরে আগালেও সর্বোচ্চ তিনটার মধ্যে বরিশাল শহরে ঢুকতে পারতো পাক বাহিনী। কিন্তু তা করেনি। বরং দিনের আলোয় চালিয়েছে গণহত্যা। আর সন্ধ্যায় স্বল্প আলোয় অতি সন্তর্পনে ঢুকেছে শহরে। গৃহস্তের বাড়িতে ধুর্ত শিয়াল যেভাবে ঢোকে!
পাকবাহিনী জলে-স্থলে ও আকাশ পথে বরিশাল অভিযান চালায়। তাদের ধারণা ছিল বরিশাল ও পটুয়াখালী মুক্তিযোদ্ধাদের শক্তঘাঁটি। তাই তারা শক্তিশালী বাহিনী নিয়ে বরিশালে আক্রমণ করেছে। সকাল ১১ টার দিকে পাকিস্তান নৌবাহিনী ঝুনাহার আক্রমণ করে। সায়েস্তাবাদ নদী হতে ঝুনাহার হয়ে কীর্তনখোলা নদীতে যেতে হয়। আর এই নদীর তীরে বরিশাল শহর। ঝুনাহারের পশ্চিমে সায়েস্তাবাদ এবং পূর্বদিকে চরমোনাই ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে চরবাড়িয়া ইউনিয়ন ও তালতলী।
ঝুনাহারের পশ্চিম পাড়ে হবিনগর, পূর্ব পাড়ে রাজাপুরে এবং দক্ষিণ পাড়ে পোটকার চরে মুক্তিযোদ্ধারা অবস্থান নেয়। একদল মুক্তিযোদ্ধা হবিনগরে ওয়াজেদ হাওলাদারের বাড়ি, একদল তালতলীর কাছে নাজিরবাড়ির স্কুল এবং একদল বেলতলায় অবস্থান নেয়। লে. ইমাম আলী মেহেদী, লেঃ নাসির, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক মুক্তিযোদ্ধাদের কমান্ডে ছিলেন।
প্রথমে গানবোট থেকে সায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর ও পার্শ্ববর্তী গ্রামে গোলাবর্ষণ শুরু হয়। মুক্তিযোদ্ধারা তাদের ৩০৩ রাইফেল দিয়ে পাল্টা আক্রমণ চালায়। বলাবাহুল্য, এই প্রতিরোধ প্রয়াস ছিলো হায়নার গুলতি ব্যবহারের মতো। গানবোট ঘায়েল করার মতো তাদের কোন অস্ত্র ছিল না মুক্তিযোদ্ধাদেও কাছে। কিছুক্ষণের মধ্যে পাক বাহিনীর গোলার আঘাতে বেরিকেট হিসেবে ব্যবহৃত স্টীমার ইরানী ও মাজভী ডুবে যায়। সেই জাহাজ দুটি কখনো আর তোলা হয়নি। সেখানে চর পড়েছে।
(কাল ২০তম পর্ব)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

Recent Comments