Home বিশেষ প্রতিবেদন ভারমুখী স্রোত, পথেপথে দুর্ভোগ

ভারমুখী স্রোত, পথেপথে দুর্ভোগ

পাকিস্তানী বাহিনীর আক্রমনে দুপুরের আগেই বরিশাল প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। এদিকে গানবোট থেকে একের পর এক সেল নিক্ষেপ করতে থাকে হানাদার বাহিনী। বলা হয়, চরবাড়িয়া-শায়েস্তাবাদে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে কেবল এই সেলের আঘাতে।

তখন কেউ মাঠে, কেউ ঘরে।  কোন কিছু বুঝতে না বুঝতেই একএকটি গোলার আঘাতে একাধিক মানুষ প্রাণ হারিয়েছে, প্রাণ গেছে গবাদী পশুরও।  সাংবাদিক গোপাল সরকারের মতে, গানবোট থেকে অন্তত একশ’ থেকে দেড়শ’ সেল নিক্ষেপ করা হয়েছে। বিকট শব্দের এ সেলের কারণে গোটা এলাকা কেঁপেকেঁপে উঠেছে। শহরও তখন কেঁপেছে। পাকবাহিনী প্রবেশের আগেই শহরের মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়ে। পুরো শহর খালি হয়ে যায়। গোপাল সরকারের উচ্চারণ, ‘শহরের রাস্তায় একটি কুকুরও ছিলো না।’
একের পর এক মর্টার সেলে বারবার কেপে ওঠা এবং পাক বাহিনী প্রবেশের আশংকায় বরিশাল শহর ছেড়ে সাধারণ মানুষ ছুটেছে গ্রামের দিকে। অধিকতর গ্রামের দিকে ছুটেছে শহরতীলর মানুষ। আর রাজনীতিক ও মুক্তিযুদ্ধের নেতৃস্থানীয় ব্যক্তিদের সিংহভাগই ধরেছেন ভারতে যাবার পথ। এ ক্ষেত্রে প্রধান গন্তব্য ছিলো নবগ্রাম রোড হয়ে ঝালকাঠি। কেউ গেছেন সাগরদী হয়ে ঝালকাঠির দিকে। লক্ষ্য ভারত।
কিন্তু ভারত মুখী এই জন¯্রােত ধারা মোটেই নিরাপদ ছিলো না। অনেকে লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হয়ে হতাশ হয়েছেন। কেউ আবার হতাশ হয়েছেন লক্ষ্যে পৌছানার পরও। অনেকের কাছেনই ভারত যাত্রা পরিণত হয় এক নরক থেকে আর এক নরকে পৌছানো।
পথে পথে দুর্ভেগ এবং রাজাকারের হাতে পড়ার ভয়। এদিকে এক শ্রেনীর লোক ছিলো, যারা সমানভাবে পাকিস্তান ভারতের বিপক্ষে ছিলো। তারা ভারতমূকী জন¯্রােতকে ভালো চোখে দেখতো না। আর সবচেয়ে বড় আতংক ছিলো রাজাকার বাহিনী। এরা ছিলো নদীতে হাঙ্গগের মতো। রাজারকারদের মূল্য লক্ষ ছিলো টাকা-পয়সা ও স্বর্নের দিকে। আর যুবতী মেয়ে হলে তাদেরকে ধরেনিয়েতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

Recent Comments