Home বরিশাল মায়ের তুলনা শুধুই মা- এমপি শাহে আলম

মায়ের তুলনা শুধুই মা- এমপি শাহে আলম

বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষযক অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম বলেন, মা আমাদের প্রধান আদর্শ। মায়ের ঋণ কোনোদিন শোধ হবার নয়। আমি যে এ পর্যন্ত এসেছি তা মায়েরই জন্য। একজন সন্তানের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের বিকল্প নেই। সন্তানের প্রতি মায়ের ত্যাগ, হে, মমতা ও ভালোবাসা অতুলনীয়। তাই বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিঁষদের ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন প্রমুখ। এসময় সংসদ সদস্য মো. শাহে আলম মায়েদেরকে উৎসাহিত করার জন্য দারিদ্রতাকে জয় করে রাজশাহী মেডিক্যাল কলেজে চান্স পাওয়া বানারীপাড়ার অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছার মা রিজিয়া বেগমকে ৫ হাজার টাকা পুরস্কৃত করে সম্মান জানান। মেডিকেল কলেজে ভর্তির জন্য হারিছার সঙ্গে তার মা রাজশাহীতে থাকায় এ অর্থ পুরস্কার ইউএনওর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও তিনি রিকশাচালক বাবার মেয়ে হারিছার লেখাপড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আবেদনের কথা জানান।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মুন্সী, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,সাংবাদিক আ. আউয়াল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আধাঘণ্টায় ৫০ হাজার ইলেকট্রিক গাড়ির অর্ডার পেল শাওমি

দখিনের সময় ডেস্ক: নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আর...

‘স্পেস স্যুট’ ছাড়া মহাকাশে কতক্ষণ বাঁচবেন নভোচারীরা?

দখিনের সময় ডেস্ক: ভীষণ কঠিন একটি কাজ মহাকাশ ভ্রমণ। যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন, তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়। পৃথিবীর বাইরের এমন...

মোবাইল ফোন চার্জের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

দখিনের সময় ডেস্ক: মোবাইল ফোনের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ বা আগুন ধরার কারণে প্রায়ই প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের ঘটনা...

গরমে পুদিনা ভেজানো পানি খাওয়ার উপকারিতা

দখিনের সময় ডেস্ক: গরমে সবার প্রাণই হাঁসফাঁস। কী করলে একটু স্বস্তি পাওয়া যাবে সেই প্রচেষ্টাই সবার। এমন গরমে শরীর ও মন ঠান্ডা রাখে এমন খাবারই...

Recent Comments