Home শীর্ষ খবর বিল না দিলে তেল পাবে না বিলখেলাপী বিমান, জ্বালানি বিভাগে কঠোর অবস্থান

বিল না দিলে তেল পাবে না বিলখেলাপী বিমান, জ্বালানি বিভাগে কঠোর অবস্থান

দখিনের সময় ডেস্ক:

‘আকাশে শান্তির নীড়’- হিসেবে আখ্যায়িত বিমান এখন অশান্তির মধ্যে আছে। একে তো নানান ধরনের অভিযোগের পাহাড়, তার উপর এবার যেন ডানা কাটা পড়ার উপক্রম! কেননা নিয়মিত বিল পরিশোধ না করলে আর জ্বালানি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেল বিতরণ কোম্পানি পদ্মা অয়েল।

বিমান মিয়মিত বিল দেয় না। এ ছাড়া আগের বকেয়া তো পড়ে রয়েছেই। বারবার কথা দিয়েও বকেয়া বিল পরিশোধ না করায় বিমানের ওপর ক্ষুব্ধ হয়েছে জ্বালানি বিভাগ। সম্প্রতি এক বৈঠকে অসন্তোষ প্রকাশ করে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিমানকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত পদ্মা অয়েলের পাওনা ২ হাজার ১০৮ কোটি ২০ লাখ টাকা। আর সেই বকেয়া আদায়ে পদ্মা অয়েল কর্তৃপক্ষ নানা প্রচেষ্টায় বিমানের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও ব্যর্থ হয়েছে। বারবার কথা দিয়েও সেই বিল পরিশোধ করছে না বিমান। পরে জ্বালানি বিভাগের উদ্যোগে তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়, পূর্বের বকেয়া পরিশোধের পাশাপাশি বিমান চলতি তেলের বিলও পরিশোধ করবে।

পূর্বের বকেয়া বিল থেকে বিমান এখন পর্যন্ত কেবল ২০ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধ করেছে। এ ছাড়া রানিং বিলগুলোও ঠিকমতো পরিশোধ করছে না। তাই সর্বশেষ জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমানের বকেয়া আদায়ে একটি বৈঠক হয়। সেখানেও বিমান কর্তৃপক্ষ বকেয়া এবং চলতি বিল পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু পরে আর কথা রাখেনি।

এ বিষয়ে জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমান কর্তৃপক্ষের সঙ্গে সর্বশেষ বৈঠক অনুযায়ী পূর্বের বকেয়া পরিশোধের পাশাপাশি নিয়মিত নেওয়া জ্বালানির বিল প্রতিমাসে পরিশোধ করার সিদ্ধান্ত হয়। কিন্তু বিমান পূর্বের বকেয়া তো পরিশোধ করছেই না, ঠিকমতো মাসিক বিলও দিচ্ছে না। যদিও কয়েক মাস ধরে মন্ত্রণালয়ের বৈঠকে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান জানিয়ে আসছিলেন যে, বিমান নিয়মিত বিল পরিশোধ করছে। কিন্তু গত এপ্রিলের বৈঠকে পদ্মার ব্যবস্থাপনা পরিচালকের অনুপস্থিতিতে কোম্পানিটির জিএম (এইচআর) জ্বালানি বিভাগকে বলেন- বিমান তার বকেয়া পরিশোধ করছে না, এমনকি প্রতিমাসে নেওয়া তেলের বিলও আংশিক দিচ্ছে। এর ফলে নতুন করে বিশাল পরিমাণ বকেয়া টাকা জমে যাচ্ছে।

এমন তথ্যে ক্ষোভ প্রকাশ করেন জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন। সেই সঙ্গে নিয়মিত বিল পরিশোধ না করলে বিমানে তেল সরবরাহ বন্ধ করে দিতে পদ্মা অয়েল কর্তৃপক্ষকে তিনি স্পষ্ট নির্দেশ দেন। এ বিষয়ে বিমানকে চিঠি দেওয়ার পাশাপাশি বৈঠকে নেওয়া মন্ত্রণায়ের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্যও বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments