Home শীর্ষ খবর খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

দখিনের সময় ডেস্ক:

মঙ্গলবার (১৭ মে) প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১০২ টাকায়। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশানের বিভিন্ন মানি এক্সচেঞ্জে ১০১ টাকা থেকে ১০২ টাকা দরে বিক্রি হয়েছে প্রতি ডলার। সোমবার প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৮ টাকায়। এক দিনের ব্যবধানে তা ১০০ টাকা ছাড়িয়ে গেছে।

মানি এক্সচেঞ্জে ব্যবসায়ীরা জানান, আজ ১০১ টাকা ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি ডলার। মানুষ বিদেশ যাওয়ায় ডলারের চাহিদা বেড়েছে অনেক। সামনে আসছে হজ তখন দাম আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়ায় মার্কিন ডলারের ওপর চাপ বেড়েছে। বাজারে ঘাটতি মেটাতে চাহিদার পরিপ্রেক্ষিতে মার্কিন ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। তবুও ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে।

এর আগে, জানুয়ারি মাসের শুরুতে প্রতি ডলারে বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা, ২৩ মার্চে ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৪৫ পয়সা এবং সর্বশেষ ৯ মে ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি। বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রতি মার্কিন ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। রপ্তানি আয় বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ঈদ ও রমজান উপলক্ষে ২০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। খুব শিগগিরই বাজার স্থি‌তিশীল হ‌য়ে যা‌বে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ব্যাংকগু‌লোর চা‌হিদার পরিপ্রেক্ষিতে ৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নিত্যপ্র‌য়োজনীয় খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্য আমদানিতে গড় মা‌র্জিনসহ বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশালের দু’ চিকিৎসকের বিচার দাবীতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্বজনদের অভিযোগ

দখিনের সময় ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপ- চিকিৎসা ,ভুল অপারেশন ও ডাক্তারদের অবহেলায় সুমাইয়া নামে এক রোগীর মৃত্যুর কারনে দায়িত্বরত চিকিৎসক ডাঃ খালিদ মাহমুদ ও...

১৪ দল আছে এবং থাকবে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কে জয় পেল বা না পেল সেটা আলাদা বিষয়, কিন্তু ১৪ দল আছে...

কঠিন বাস্তবতায় বিএনপি

বাঁচতে হলে পানি পান করতেই হবে। এটি সব প্রাণীর জন্য সত্য। জীবজগৎ পানিনির্ভর। পানি ছাড়া পৃথিবী অচল। পানির প্রয়োজন সবার। তবে এ প্রয়োজনের মাত্রা...

মানবিক মুখোশের আড়ালে দানব মিল্টন, অসহায় মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।...

Recent Comments