Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি তেত্রিশ বছরের প্রবাস জীবনেও বদলায়নি আজিজের চুরির অভ্যাস

তেত্রিশ বছরের প্রবাস জীবনেও বদলায়নি আজিজের চুরির অভ্যাস

দখিনের সময় ডেস্ক:

আজিজ মোহাম্মদ তেত্রিশ বছরের প্রবাস জীবন ছেড়ে চলে আসেন দেশে। তবে বদলায়নি চুরির অভ্যাস। সঙ্গে হেরোইনে আসক্ত হয়ে পড়ায় গড়ে তোলেন চোর দল। দীর্ঘ ৩৩ বছর সৌদি আরবের বিভিন্ন নাম করা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

ঈদের আগে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ম্যানেজারের মোবাইল চুরির দায়ে টুপি পরা এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম আজিজ মোহাম্মদ (৪৫)। এসময় মোবাইল চোর চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রনি হাওলাদার (৪০) ও মো. জাকির হোসেন (২৫)।

ঈদের ট্রেনের টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রতি বছরই হাজার হাজার মানুষের ভিড় থাকে। এরকমই একদিন গত তেইশে এপ্রিল, সাংবাদিকদের ব্রিফ করার সময় স্টেশন ম্যানেজারের মোবাইল ফোন ও মানিব্যাগ খোয়া যায়। সিসিক্যামে ধরা পড়ে, চুরিতে জড়িত টুপি-পাঞ্জাবি পরা এক ব্যক্তি।

চুরির তিন সপ্তাহের বেশি সময় পর, রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে টুপি পরা সেই ব্যক্তি আজিজ মোহাম্মদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে তার দুই সহযোগীও। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৭টি চোরাই মোবাইল ফোন।

গোয়েন্দারা জানান, আশির দশকের মাঝামাঝি সময়ে বাবা-মায়ের সঙ্গে শিশু অবস্থায় সৌদি আরবে পাড়ি জমান আজিজ। কুরআনে হাফেজ হওয়ার পর যোগ দেন মসজিদের চাকরিতে। পাশাপাশি গাড়ি চালানোর পেশায় যুক্ত হন। এরপর জড়িয়ে পড়েন চোরাই গাড়ি চক্রের সঙ্গে। দু’হাজার পনেরোতে ধরা পড়ে খাটেন তিন বছরের জেল। ছাড়া পাওয়ার পর তেত্রিশ বছরের প্রবাস জীবন ছেড়ে চলে আসেন দেশে। তবে বদলায়নি চুরির অভ্যাস। সঙ্গে হেরোইনে আসক্ত হয়ে পড়ায় গড়ে তোলেন চোর দল।

স্টেশন ম্যানেজারের ফোন চুরির ঘটনায় অভিযুক্ত আজিজ মোহাম্মদ বলেন, সৌদি আরবে খারাপ বন্ধু-বান্ধবের সাথে মিশে গাড়ি চুরি করা শুরু করি। বিভিন্ন ধরনের গাড়ি এক্সিস বা মার্সিডিজ ইত্যাদি। সর্বশেষ একটা হ্যামার গাড়ি চুরি করি যার পার্টস খুলে খুলে বিক্রি করেছি। কর্মকর্তারা বলছেন, মাদকের টাকা যোগাড় করতেই চুরির পথ বেছে নেয় আজিজ।

সৌদি আরবের সম্ভ্রান্ত ইমাম পরিবারের ছেলে সে। আজিজ একজন কোরআনে হাফেজ। তিনি দীর্ঘ ৩৩ বছর সৌদি আরবের বিভিন্ন নাম করা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ইমামতির পাশাপাশি গাড়ি চালাতেন। ড্রাইভিং করতে করতে তার গাড়ি চুরির নেশা হয়। বিএমডব্লিউ, লেক্সাসের মতো বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়িও চুরি করতেন তিনি। ২০১৫ সালে গাড়ি চুরির মামলায় সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আজিজ মোহাম্মদ।

গাড়ি চুরির মামলায় তিন বছর সাজা হয় তার। সাজা ভোগ করে ২০১৮ সালে বাংলাদেশে এসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়ে একটি মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পরে মাদরাসায় মোবাইল চুরি করে ধরা পড়লে চাকরি চলে যায়। এরপর থেকে সে ঢাকা শহরে এসে বিভিন্ন মেসে অবস্থান করে।

পুলিশ জানিয়েছে, আজিজ মোহাম্মদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে দীর্ঘ তিন বছর ধরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা মেডিকেল, টিএসসি চত্বর, নগর ভবন, গুলিস্তান, ধানমন্ডি লেক ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থান থেকে প্রতি সপ্তাহে ৮ থেকে ১০টি করে মোবাইল চুরি করত। এরপর চোরাই মোবাইলগুলো গ্রেফতার রনি হাওলাদার ও জাকির হোসেনের কাছে বিক্রি করত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments