Home খেলাধূলা লিটন-মুশফিকের সেঞ্চুরিতে প্রথম দিনটি বাংলাদেশের

লিটন-মুশফিকের সেঞ্চুরিতে প্রথম দিনটি বাংলাদেশের

দখিনের সময় ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হতাশা দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের। দলীয় ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে পড়েছিল স্বাগতিকরা। তবে এই ধ্বংস্তূপ থেকে দলকে রক্ষা করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনেরই অপরাজিত সেঞ্চুরি ও আড়াইশ রানে জুটিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে টাইগাররা।

আজ সোমবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। যেখানে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ।দিনের শুরুতে লঙ্কান বোলারদের তোপে খেই হারিয়ে ফেলেন টাইগার ব্যাটাররা। শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর ঝড়ে প্রথম দুই ওভারেই শূন্য রানে ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরার পর উইকেটে থিতু হতে পারেননি অধিনায়ক মুমিনুল হকও।

ছয় ওভারের মধ্যেই উইকেট বিলিয়ে দিয়ে হতাশ করে সাজঘরে ফেরেন অধিনায়ক। তার পরের ওভারেই বোল্ড হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। উইকেটে দাঁড়াতে পারলেন না সাকিব আল হাসানও। এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরলেন তিনিও।

বাংলাদেশের হয়ে হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ষষ্ঠ উইকেট জুটিতে  তারা ৪৬৯ বলে ২৫৩ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান লিটন দাস। ১৪৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানো এই ডানহাতি শেষ পর্যন্ত ২২১ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১৩৫ রানে অপরাজিত থাকেন।

লিটনের পর সেঞ্চুরি তুলে নেন মুশফিকও। তিনি ২১৮ বলে ১১টি চারে শতকের দেখা পান। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি, পাশাপাশি চট্টগ্রাম টেস্টের পর টানা সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। দিন শেষে তিনি ২৫২ বলে ১৩টি চারে ১১৫ রানে অপরাজিত থাকেন। লঙ্কান বোলারদের মধ্যে কাসুন রাজিথা ৩টি উইকেট পান। আসিথা ফার্নান্দো দুটি উইকেট তুলে নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments