Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি রাজধানীর উপকণ্ঠে বেড়েছে ডাকাতী, মামলা করলেও ধরাপড়ে না ডাকাত

রাজধানীর উপকণ্ঠে বেড়েছে ডাকাতী, মামলা করলেও ধরাপড়ে না ডাকাত

দখিনের সময় ডেস্ক:

রাজধানীর উপকণ্ঠে সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জসহ আশপাশ এলাকায় বেড়েছে ডাকাতের উপদ্রব। সংঘবদ্ধ ডাকাতদের তান্ডব ও নৃশংসতায় আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে মানুষ। ডাকাতরা ধনবান ও প্রবাসীদের বাড়ি টার্গেট করে লুটপাট চালাচ্ছে। এ নিয়ে ভুক্তভোগীরা মামলা করলেও ডাকাতরা ধরা পড়ছে না। উদ্ধার হচ্ছে না লুণ্ঠিত মালামাল। কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ ডাকাতির হটস্পট।

এ অবস্থায় বাধ্য হয়ে এলাকাবাসী ডাকাতি ঠেকাতে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। এমনকি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা রক্ষীদের পাহারাদার হিসেবে ভাড়া করা হচ্ছে।  ডাকাতের মারধর আর গুলিতে গত তিন মাসে আহত হয়েছেন শতাধিক মানুষ। ভয় আর ডাকাতির পিটুনিতে মানসিকভাবে ভারসাম্যহীন হয়েছেন বেশ কয়েকজন। ডাকাতরা যে কোনো বাড়িতে লুটপাটের পর সংশ্লিষ্ট বাড়িতে সিসি ক্যামেরা থাকলে তার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। ডাকাতির সময় মোবাইল ফোনসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার না করায় আসামি গ্রেপ্তারে হিমশিম খাচ্ছে পুলিশ।

গত তিন মাসে রাজধানীর উপকণ্ঠে (চারপাশে) অর্ধশতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। সাবেক সচিব, ব্যবসায়ী থেকে প্রবাসী কেউ ডাকাতের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। অধিকাংশ ঘটনাতেই থানায় মামলা হয়নি। আবার কিছু ঘটনায় মামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পারেনি।

রাত নামলেই এলাকাবাসীর মধ্যে শুরু হয় ডাকাত আতঙ্ক। তারা পালা করে রাত জেগে পাহারা দেন। এ ছাড়া তাদের গ্রামের ৪৫টি পরিবার মিলে ১৬ হাজার টাকায় দুজন পাহারাদার ভাড়া করেছেন। রাত ১১টা থেকে ভোর পর্যন্ত তারা লাঠি হাতে এলাকায় পাহারা দেন। ডাকাত কিংবা সন্দেহভাজন কাউকে দেখলে তারা এলাকাবাসীকে বাঁশি বাজিয়ে সতর্ক করেন। এরপরও আতংক কাটছে না এলাকাবাসীর।

জানা যায়, ডকাত দলে অন্তত ১৫ থেকে ২০ জন সদস্য থাকে। একেকবার ডাকাতির সময় ১০ থেকে ১২ জন অংশ নেয়। তারা ডাকাতির দিন ঢাকার বাইরের যে যার বাড়ি থেকে আসে। বাড়ি থেকে বের হয়ে ডাকাতি শেষ করে আবার বাড়ি ফেরা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে না। যে বাড়িতে ডাকাতি করে থাকে ওই বাড়িতে সিসি ক্যামেরা থাকলে তার হার্ডডিস্ক তারা খুলে নিয়ে যায়। যাতে পুলিশ তাদের কোনো ফুটেজ না পায়। ডাকাতির বাড়ি টার্গেট ঠিক করার জন্য ডাকাত দলের কয়েকজন সদস্য ঢাকার আশপাশের এলাকায় সিএনজি অটোরিকশা চালান। বিভিন্ন জাযগায় যাত্রী নিয়ে যাওয়ার আড়ালে তারা বাড়ি ও এলাকা রেকি করে। প্রধান টার্গেট থাকে প্রবাসীর বাড়ি। এ ছাড়া প্রতিবেশীহীন ফাঁকা বাড়িও টার্গেট করা হয়। যাতে বাড়ির লোকজনের চিৎকার শুনে অন্যরা দ্রুত সাহায্যে এগিয়ে আসতে না পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments