Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে নজরুলজয়ন্তী উদযাপিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নজরুলজয়ন্তী উদযাপিত

কাজী হাফিজ

সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী আজ। শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৫ মে) বিকাল ৪:৩০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আশির দশকে নজরুলকে কিছু মানুষ সুক্ষ্ম ও ভুলভাবে উপস্থাপন করেছিলো সাম্প্রদায়িক কবি হিসেবে। আমার মনে হয়েছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালে তাকে দেশে ফিরিয়ে আনলেন এবং যখন বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিলো সেদিন অত্যন্ত আবেগময় পরিবেশ সৃষ্টি হয়েছিলো। মনে হয়েছিলো সেটি কত প্রতিক্ষিত দেখা!

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আগে ১৯৬৯ সালে যখন এই দেশের আন্দোলন স্লোগান হচ্ছিলো তখন ‘জয় বাংলা’ স্লোগানটি হচ্ছিলো। এটি তো নজরুলের লেখা থেকেই এসেছিলো। আমার কেনো যেনো মনে হয়েছে নজরুলের লেখার উপর বঙ্গবন্ধুর একটি প্রভাব ছিলো এবং সেইটার আলোকেই তাকে দেশে নিয়ে আসা হয়েছিলো। এই তথ্যগুলো আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। বাংলা বিভাগের সভাপতি সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মানবতার কবি কাজী নজরুল ইসলামের বর্ণিল কর্মময় জীবন ও তাঁর রচিত সাহিত্যকর্মের নানান দিক নিয়ে আলোচনা করেন। অনন্য প্রতিভার অধিকারী এ মহান কবির জন্মদিন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে বাংলা বিভাগ। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments