Home শীর্ষ খবর নির্বাচন সামনে রেখে বাড়ছে অবৈধ অস্ত্রের সরবরাহ

নির্বাচন সামনে রেখে বাড়ছে অবৈধ অস্ত্রের সরবরাহ

দখিনের  সময় ডেস্ক:

সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ছিনতাই ছাড়াও অতি তুচ্ছ ঘটনায় ব্যবহার করা হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র।  সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, সামনে নির্বাচন। অস্ত্রের ব্যাপারে এখনই বাড়তি নজরদারি রাখতে হবে। এদিকে বাংলাদেশ আর্মস ডিলার অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির আহমেদ বলেন, ঢালাওভাবে অনেকের হাতে অবৈধ অস্ত্র চলে গেছে। এ কারণে বৈধ অস্ত্রের কারবার ঢিমেতালে চলছে।

অবৈধ অস্ত্রের বেশিরভাগ আসছে পার্শ্ববর্তী দুটি দেশ থেকে অবৈধ পথে।  সূত্র জানিয়েছে, সরকার অনুমোদিত কিছু অস্ত্রের দোকান থেকেও অবৈধভাবে বিদেশি ক্ষুদ্রাস্ত্র ও গুলি বিক্রি করা হয়। আমদানির পর বিশেষ প্রক্রিয়ায় অস্ত্রের গায়ের সিরিয়াল নম্বর তুলে ফেলে বিক্রি করে। দেশের বেশ কয়েকটি এলাকায় চলতি বছর দেশি অস্ত্রের কারখানার সন্ধান পাওয়াগেছে।

সূত্র জানিয়েছে, ভারী ও বড় অস্ত্র ঢোকে মিয়ানমার থেকে পাহাড়ি এলাকায়। সীমান্তপথে অস্ত্র এনে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাইকারদের কাছে বিক্রি করেন। এ ছাড়া ছোট আগ্নেয়াস্ত্র যেমন- পিস্তল ও রিভলবার বেশি আসছে ভারত থেকে, অবৈধভাবে সীমান্ত পথে। বিস্ম্ফোরক দ্রব্যও আনা হচ্ছে দেশটি থেকে। মান অনুযায়ী সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ২৮ হাজার টাকা কেজি দরে বেচাকেনা হয় বোমা তৈরির কাঁচামাল। ইদানীং চাঁপাইনবাগঞ্জ সীমান্ত দিয়ে এই কাঁচামাল বেশি আসা শুরু করেছে বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। অস্ত্র ও মাদকের সব চালান ধরা সম্ভব হয় না। সাধারণত প্রতি পাঁচটি চালানের একটি ধরা পড়ে। বাকিরা ফাঁকফোকর গলিয়ে পালিয়ে যায়।

তথ্য বিশ্নেষণে দেখা যায়, সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এবং নাইন এমএম পিস্তল বেশি ঢুকছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত গলিয়ে। পয়েন্ট ২২ রিভলবার আসছে সিলেটের কানাইঘাট সীমান্ত ব্যবহার করে। কুমিল্লা, যশোরের বেনাপোল ও হিলি সীমান্ত হয়েও অস্ত্র ঢুকছে দেশে। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতটি পিস্তল, একটি রিভলবার, ১২টি গান, আটটি ম্যাগাজিন ও ৪৯ রাউন্ড গুলি জব্দ করেছে। এ ছাড়া ২২ মে রাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

টেকনাফে মাদক ও মানব পাচারকারীদের কেউ কেউ গোপনে অস্ত্র কারবারে জড়াচ্ছে। অনেক রোহিঙ্গা মাদকের পাশাপাশি অস্ত্র কারবারে জড়ানোর চেষ্টা করছে। আবার রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে অনেকে অবৈধ অস্ত্র তার হেফাজতে রাখছে। গত বছর কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৩টি আগ্নেয়াস্ত্র ও ২১৪টি দেশি অস্ত্র উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্যাসিজমের ‘সিম্বল’ চুপ্পুর বিদায় সমাগত?

দখিনের সময় ডেস্ক: ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না। এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে...

কোটি টাকা নেন তৃপ্তি

দখিনের সময় ডেস্ক: তৃপ্তি দিমরি ২০২৩ সালে অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। এই চরিত্রে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন দ্বিগুণ...

ক্ষমতার রূপান্তর হয়েছে, নতুনের পুরোপুরি জন্ম হয়নি: সলিমুল্লাহ খান

দখিনের সময় ডেস্ক: অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, দেশে দুই মাস আগে যে ঘটনা ঘটেছে, তাতে ক্ষমতার রূপান্তর হয়েছে; কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি। এমন সময়ে...

না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী

দখিনের সময় ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরী মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন তিনি। ফুসফুসের সংক্রমণ...

Recent Comments