Home শীর্ষ খবর অদম্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা: দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু

অদম্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা: দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু

বিশেষ প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ মার্চের ভাষণে বলেছিলেন, “কেউ দাবায়ে রাখতে পারবা না।” জাতির পিতার সেই বক্তব্য আবার বাস্তব হয়ে বিশ্ববাসীর সামনে ধরা দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বিজয়ের মাসেই গতকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এখন পূর্ণাঙ্গ দৈর্ঘ্য নিয়ে দৃশ্যমান পদ্মাসেতু।

এই পদ্মাসেতু বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নানামুখী। বিশ্বব্যাংক থেকে শুরু করে দেশ-বিদেশের অনেক জ্ঞাণপাপী পদ্মাসেতুর বিরোধিতা করেছেন। কিন্তু সিদ্ধান্ত থেকে পিছু হটানো যায়নি বঙ্গবন্ধু কন্যা অদম্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এটিই আমরা প্রমাণ করেছি। পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করে আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি।’ ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নামফলক উম্মোচনের পাশাপাশি বিভিন্ন প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দৃঢ় ব্যক্ত রাখেন।

পদ্মাসেতুর কারণে দেশের দক্ষিণাঞ্চল তো বটেই, সারাদেশের মানুষের স্বপ্নই যেন মাথা তুলে দাঁড়িয়ে গেছে প্রমত্ত পদ্মার বুকে। তবে সেতুটি এখনই উন্মুক্ত হচ্ছে না যানচলাচলের জন্য। আগামী বছরের ডিসেম্বের এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা ছিল। চলছিল জোর প্রস্তুতি। কিন্তু করোনা মহামারি করোনার কারণে তা পিছিয়ে যাচ্ছে আরও কিছুদিন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে নয়, ২০২২ সালে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে দেশের সর্ববৃহৎ হবে সেতুটি। কোনো একটি বিশেষ দিনে এটি উদ্বোধন করা হতে পারে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থবিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মাসেতু এখন বাস্তব।
নাও ইট ইজ ফিজিক্যালি কমপ্লিট। আই থিঙ্ক, বাই জুন ২০২২, উই উইল ওপেন দ্য পদ্মা ব্রিজ।’ তিনি আরও বলেন, ‘আমি আট বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এর দেখাশোনা করে থাকি। দক্ষিণ জনপদের মানুষের স্বপ্নের পদ্মাসেতু ২০২২ সালের জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments